জে.এস.সি বিজ্ঞান ৯ম অধ্যায় – বর্তনী ও চলবিদ্যুৎ এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৯ম

বর্তনী ও চলবিদ্যুৎ

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১.কোন সংযোগের ফলে বর্তনীর প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো বা নেভানো যায়?
ক) সমান্তরাল
খ) সিরিজ
গ) পর্যায়ক্রমিক
ঘ) সিরিজ ও প্যারালাল
সঠিক উত্তর: (ক)

২.অ্যামিটার দ্বারা কী পরিমাপ করা হয়?
ক) তড়িৎ প্রবাহ
খ) বিভব পার্থক্য
গ) চৌম্বক প্রবাহ
ঘ) আলোক তীব্রতা
সঠিক উত্তর: (ক)

৩. নিচের কোনটি বৈদ্যুতিক বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত হয়?
ক) ব্যাটারি
খ) ভোল্টমিটার
গ) অ্যামিটার
ঘ) গ্যালভানোমিটার
সঠিক উত্তর: (খ)

৪. পর্যাবৃত্ত প্রবাহের ক্ষেত্রে সঠিক-
i. এটি উৎপন্ন করা সহজ
ii. এটি সরবরাহ করা সহজ
iii. এটি অত্যন্ত সাশ্রয়ী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. কোন সংযোগের ফলে প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে তড়িৎ ভিন্ন ভিন্ন পথে প্রবাহিত হয়?
ক) শ্রেণী ও সমান্তরাল
খ) সিরিজ
গ) সমান্তরাল
ঘ) পর্যায়ক্রমিক
সঠিক উত্তর: (গ)

৬. যে যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি পরিমাপ করা হয় তাকে কী বলে?
ক) অ্যামিটার
খ) ফিউজ
গ) ভোল্টমিটার
ঘ) গ্যালভানোমিটার
সঠিক উত্তর: (গ)

৭. কোনটিতে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়?
ক) একমুখী প্রবাহ
খ) পরিবর্তী প্রবাহ
গ) সমপ্রবাহ
ঘ) সম ও পর্যাবৃত্ত প্রবাহ
সঠিক উত্তর: (খ)

৮. কোনটি ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হয়?
ক) এয়ার কুলার
খ) এনার্জি সেভিং বাল্ব
গ) বড় সাইজের ফ্রিজ
ঘ) বৈদ্যুতিক ফ্যান
সঠিক উত্তর: (খ)

৯. ভোল্টমিটারের ধনাত্মক প্রান্তের রং কী?
ক) লাল
খ) কালো
গ) সবুজ
ঘ) নীল
সঠিক উত্তর: (ক)

১০. তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ রোধের কীরূপ পরিবর্তন ঘটবে?
ক) এক চতুর্থাংশ
খ) অর্ধেক
গ) দ্বিগুণ
ঘ) চারগুণ
সঠিক উত্তর: (খ)

১১. অ্যামিটার ধনাত্মক সংযোগ প্রান্ত কোন রঙের হয়?
ক) লাল
খ) কালো
গ) নীল
ঘ) হলুদ
সঠিক উত্তর: (ক)

১২. নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী বা অন্তরকা?
ক) রবার
খ) পিতল
গ) তামা
ঘ) লোহা
সঠিক উত্তর: (ক)

১৩. অ্যামিটারের সংযোগ প্রান্তের বর্ণ- i. লাল ii. নীল iii. কালো নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৪.ভোল্টমিটার বর্তনীতে কীভাবে সংযোগ করতে হয়?
ক) সমান্তরালভাবে
খ) আড়াআড়িভাবে
গ) অনুক্রমিকভাবে
ঘ) পাশাপাশিভাবে
সঠিক উত্তর: (ক)

১৫. ভোল্টমিটারকে রোধকের দুই প্রান্তের সাথে কীভাবে যুক্ত করা হয়?
ক) শ্রেণীতে
খ) সমান্তরালে
গ) পর্যায়ক্রমে
ঘ) শ্রেণী ও সমান্তরালে
সঠিক উত্তর: (খ)

১৬. কোনটির ব্যবহারে স্ব-উদ্যোগী হওয়া প্রয়োজন?
ক) এয়ার কুলার
খ) বৈদ্যুতিক ফ্যান
গ) সোলার বিদ্যুৎ
ঘ) বন্য পশু নিধনে
সঠিক উত্তর: (গ)

১৭. বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত কীসের প্রবাহ?
ক) শক্তির
খ) ইলেকট্রনের প্রবাহ
গ) নিউট্রনের
ঘ) প্রোটনের প্রবাহ
সঠিক উত্তর: (খ)

১৮. কোনটিকে বর্তনীর উপকরণের সাথে শ্রেণিতে যুক্ত করা হয়?
ক) ভোল্টমিটার
ক) অ্যামিটার
গ) পটেনশিওমিটার
ঘ) রোধ
সঠিক উত্তর: (খ)

১৯. কোনটি দ্বারা বর্তনীর তড়িৎযন্ত্র ও উপকরণসমূহকে যুক্ত করা হয়?
ক) ছয়টি
খ) পাঁচটি
গ) তিনটি
ঘ) দুইটি
সঠিক উত্তর: (ঘ)

২০. বর্তমানে পৃথিবীর সকল দেশে কোন ধরনের তড়িৎপ্রবাহ ব্যবহৃত হয়?
ক) পর্যাবৃত্ত প্রবাহ
খ) অপর্যাবৃত্ত প্রবাহ
গ) একমুখী প্রবাহ
ঘ) সমপ্রবাহ ও পরিবর্তী প্রবাহ
সঠিক উত্তর: (ক)

২১. রোধের এস, আই, একক কোনটি?
ক) ভোল্ট
খ) কুলম্ব
গ) ওহম
ঘ) অ্যাম্পিয়ার
সঠিক উত্তর: (গ)

২২. বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) পটেনশিওমিটার
খ) ভোল্টমিটার
গ) অ্যামিটার
ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (গ)

২৩. অ্যামিটারে কয়টি সংযোগ প্রান্ত থাকে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

২৪. কোনটির সাহায্যে বর্তনী খোলা ও বন্ধ করা যায়?
ক) রেগুলেটরের
খ) সুইচের
গ) সার্কিটের
ঘ) রোধের
সঠিক উত্তর: (খ)

২৫. বিদ্যুৎ প্রবাহ হলো মূলত-
ক) পর্যাবৃত্ত প্রবাহ
খ) পরিবর্তী প্রবাহ
গ) ইলেকট্রন প্রবাহ
ঘ) সমপ্রবাহ
সঠিক উত্তর: (গ)

২৬. অপর্যাবৃত্ত প্রবাহের উৎস-
ক) জেনারেটর
খ) ট্রান্সমিটার
গ) পাওয়ার প্ল্যান্ট
ঘ) ব্যাটারি
সঠিক উত্তর: (ঘ)

২৭. পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটি?
ক) ব্যাটারি
খ) ডি সি জেনারেটর
গ) জেনারেটর
ঘ) বিদ্যুৎ কোষ
সঠিক উত্তর: (গ)

২৮. কোনটির সাহায্যে দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিবর্তী প্রবাহ উৎপন্ন হয়?
ক) বৈদ্যুতিক মোটর
খ) জেনারেটর
গ) বৈদ্যুতিক বাতি
ঘ) ট্রান্সফরমার
সঠিক উত্তর: (খ)

২৯. তড়িৎ প্রবাহ-
i. বিভব-পার্থক্যের ফলে সৃষ্টি হয়ে থাকে
ii. বর্তনী উপাদানের মধ্য দিয়ে অতিক্রমকালে বাধাপ্রাপ্ত হয়
iii. বস্তুর গঠন প্রকৃতির ওপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩০. কোনটির সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়?
ক) ভোল্টমিটার
খ) অ্যামিটার
গ) পটেনশিওমিটার
ঘ) গ্যালভানোমিটার
সঠিক উত্তর: (খ)

৩১. কোনটির সাহায্যে অপর্যাবৃত্ত বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করা হয়?
ক) জেনারেটর
খ) ডিসি জেনারেটর
গ) এসি জেনারেটর

ঘ) বৈদ্যুতিক মোটর
সঠিক উত্তর: (খ)

৩২. কোনটিকে সহজে সরবরাহ করা যায়?
ক) অপর্যাবৃত্ত প্রবাহ
খ) চৌম্বক প্রবাহ
গ) ডিসি প্রবাহ
ঘ) পরিবর্তী প্রবাহ
সঠিক উত্তর: (ঘ)

৩৩. অপর্যাবৃত্ত প্রবাহ পাওয়া যায়-
i. ব্যাটারি থেকে
ii. ডিসি জেনারেটর থেকে
iii. ডায়নামো থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৪. ভোল্টমিটার দিয়ে কী মাপা হয়?
ক) চার্জ
খ) বিদ্যুৎ প্রবাহ
গ) বিভব পার্থক্য
ঘ) রোধ
সঠিক উত্তর: (গ)

৩৫. কোনটির ঋণাত্মক প্রান্ত কালো রঙের হয়?
ক) অ্যামিটারের
খ) পটেনশিওমিটারের
গ) থার্মোমিটারের
ঘ) গ্যালভানোমিটারের
সঠিক উত্তর: (ক)

৩৬. কোন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে?
ক) আধুনিক ইলেকট্রন তত্ত্ব
খ) আধুনিক তত্ত্ব
গ) আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব
ঘ) আধুনিক নিউট্রন তত্ত্ব
সঠিক উত্তর: (ক)

৩৭. জর্জ সাইমন ওহমের জন্ম কত সালে?
ক) ১৭৮৩
খ) ১৮৯৭
গ) ১৯৮৭
ঘ) ১৮৮৮
সঠিক উত্তর: (ক)

৩৮. বিদ্যুৎ প্রবাহের একক কী?
ক) কুলম্ব
খ) অ্যাম্পিয়ার
গ) ভোল্ট
ঘ) ও’ম
সঠিক উত্তর: (খ)

৩৯. বিদ্যুৎ প্রবাহের একক কী?
ক) কুলম্ব
খ) অ্যাম্পিয়ার
গ) ভোল্ট
ঘ) ওহম
সঠিক উত্তর: (খ)

৪০. কোনটি থেকে ডিসি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়?
ক) বিদ্যুৎ কোষ
খ) ডায়নামো
গ) জেনারেটর
ঘ) ফ্রিজ
সঠিক উত্তর: (ক)

৪১. নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন করে না?
ক) রবার
খ) তামা
গ) লোহা
ঘ) পিতল
সঠিক উত্তর: (ক)

৪২. ভোল্টমিটার দ্বারা কী পরিমাপ করা হয়?
ক) তড়িৎ প্রবাহ
খ) বিভব পার্থক্য
গ) চৌম্বক প্রবাহ
ঘ) বিদ্যুৎ বিল
সঠিক উত্তর: (খ)

৪৩. কোন পরিবাহির দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ শুরু হয়। এক্ষেত্রে-
i. ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়
ii. বিদ্যুৎ প্রবাহ বাধামুক্ত হয়
iii. বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৪. দুটি সমধর্মী চার্জ পরস্পরকে কী করে?
ক) আকর্ষণ
খ) বিকর্ষণ
গ) আকর্ষণ ও বিকর্ষণ
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

৪৫. ভোল্টমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
ক) রোধ
খ) বিদ্যুৎপ্রবাহ
গ) বিভব পার্থক্য
ঘ) চার্জ
সঠিক উত্তর: (গ)

৪৬. যুক্তরাষ্ট্রে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক বদলায়?
ক) ৫০
খ) ৬০
গ) ৮০
ঘ) ১০০
সঠিক উত্তর: (খ)

৪৭. বিদ্যুৎ প্রবাহ চালু রাখতে হলে দুটি বস্তুর মধ্যে কী বজায় রাখতে হবে?
ক) রোধ
খ) বিভবপার্থক্য
গ) চার্জের পরিমাপ
ঘ) বৈদ্যুতিক ক্ষমতা
সঠিক উত্তর: (খ)

৪৮. অপর্যাবৃত্ত প্রবাহের উৎস-
i. তড়িৎ কোষ বা ব্যাটারি
ii. ডায়নামো
iii. ডিসি জেনারেটর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৯. বিভব পার্থক্যের একক কোনটি?
ক) অ্যাম্পিয়ার
খ) কুলম্ব
গ) ভোল্ট
ঘ) ওহম
সঠিক উত্তর: (গ)

৫০. অ্যামিটারে কয়টি সংযোগ প্রান্ত থাকে?
ক) তিনটি
খ) একটি
গ) দুটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

? সাইজঃ- 292 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 8

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here