জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় – ২২: একুশের গান এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র- অধ্যায় – ২২: একুশের গান এর বহুনির্বাচনী সাজেশন

JSC Bangla 1st Paper MCQ Question With Answer

১. একুশে ফেব্রুয়ারি যাদের অশ্রু দিয়ে গড়া-
i. ছেলেহারা মায়েদের
ii. দেশের শাসকের
iii. স্বজনহারা মানুষের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২. ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’-এখানে কোন শহিদের কথা বলা হয়েছে?
ক) একাত্তরের মুক্তিযুদ্ধের
খ) বায়ান্নর ভাষা-আন্দোলনের
গ) উনসত্তুরের গণঅভ্যূত্থানের
ঘ) নব্বুইয়ের গণআন্দোলনের
সঠিক উত্তর: (খ)

৩. কারা মানুষের অন্ন, বস্ত্র, শান্তিকে কেড়ে নিয়েছে?
ক) চাঁদাবাজরা
খ) পাকিস্তানিরা
গ) ব্রিটিশরা
ঘ) সন্ত্রাসীরা
সঠিক উত্তর: (খ)

৪. কবি আবদুল গাফ্‌ফার চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
ক) বরিশালে
খ) ঢাকায়
গ) রাজশাহী
ঘ) সিলেট
সঠিক উত্তর: (ক)

৫. ‘পদাঘাত’ শব্দের অর্থ কোনটি?
ক) পায়ের আঘাত
খ) পথে পথে ঘোরা
গ) পদচিহ্ন
ঘ) পদধূলি
সঠিক উত্তর: (ক)

৬. ‘একুশের গান’ কবিতার বিষয়বস্তু-
ক) ভাষার প্রতি শ্রদ্ধা
খ) শহিদদের প্রতি শ্রদ্ধা
গ) দেশের প্রতি ভালোবাসা
ঘ) বাঙালির আত্মত্যাগ ও শহিদদের স্মরণ
সঠিক উত্তর: (ঘ)

৭. ‘একুশের গান’ কবিতাটির উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে-
i. অধিকার সচেতন করা
ii. দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
iii. আত্মপ্রত্যয়ী করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. একুশে ফেব্রুয়ারিকে কবি কার রক্তে রাঙানো বলে উল্লেখ করেছেন?
ক) ভাইয়ের
খ) বোনের
গ) মায়ের
ঘ) বাবার
সঠিক উত্তর: (ক)

৯. দিন বদলের ক্রান্তি লগন বলতে কী বোঝ?
ক) পরিবর্তন
খ) পরিবর্ধন
গ) সুন্দর দিন
ঘ) শেষ দিন
সঠিক উত্তর: (ক)

১০. ‘অলকনন্দা’ কী?
ক) ক্রোধর আগুন
খ) কালবোশেখী ঝড়
গ) অশ্রুধারা
ঘ) স্বর্গীয় নদীর ধারা
সঠিক উত্তর: (ঘ)

১১. ‘নাগিনীরা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) মায়েদের ও বোনদের
খ) ছাত্রদের
গ) জনতাকে
ঘ) শিক্ষকদের
সঠিক উত্তর: (ক)

১২. ‘ওরা গুলি ছোড়ে’- এখানে ‘ওরা’ বলা হয়েছে কাদের?
ক) তৎকালীন শাসকদের
খ) পাকিস্তানি সৈন্যদের
গ) মাতৃভাষা অবজ্ঞাকারীদের
ঘ) স্বাধীনতা বিরোধীদের
সঠিক উত্তর: (খ)

১৩. সেদিনের ফেব্রুয়ারিতে পথে পথে কোন ফুল ফুটেছিল?
ক) রক্তজবা
খ) রজনীগন্ধা
গ) অলকনন্দা
ঘ) কামিনী
সঠিক উত্তর: (খ)

১৪. কিসের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি?
ক) দারুণ ক্রোধের
খ) অপমানের
গ) হিংসার
ঘ) প্রতিবাদের
সঠিক উত্তর: (ক)

১৫. ‘ডানপিটে শওকত’ আবদুল গাফ্‌ফার চৌধুরীর কী জাতীয় রচনা?
ক) কাব্য
খ) নাটক
গ) প্রহসন
ঘ) শিশুতোষ
সঠিক উত্তর: (ঘ)

১৬. আবদুল গাফ্‌ফার চৌধুরী কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক) ইংরেজি
খ) বাংলা
গ) ইতিহাস
ঘ) দর্শন
সঠিক উত্তর: (খ)

১৭. কবি কিসের বিক্ষোভে বসুন্ধরাকে কাঁপিয়ে দিতে বলেছেন?
ক) নারী হত্যার
খ) শিশু হত্যার
গ) গণহত্যার
ঘ) শাসকেরা
সঠিক উত্তর: (খ)

১৮. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বৈশিষ্ট্য যে স্রোগানে উচ্চকিত হয়েছে-
i. বাঙালি ভাষা চায়
ii. আমাদের দাবি মানতে হবে
iii. রাষ্ট্রভাষা বাংলা চাই
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৯. এই বাংলার বুকে রয়েছে ওদের ঘৃণা-
ক) অংশগ্রহণ
খ) প্রতিবাদ
গ) পদাঘাত
ঘ) প্রতিক্রিয়া
সঠিক উত্তর: (গ)

২০. ‘একুশের গান’ কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে?
ক) বর্ষা
খ) শরৎ
গ) হেমন্ত
ঘ) শীত
সঠিক উত্তর: (ঘ)

২১. ‘রক্তে রাঙানো’ বলতে বোঝানো হয়েছে-
ক) রক্ত মেখে রঙিন করা
খ) বহু মানুষের আত্মোৎসর্গ
গ) রক্ত দিয়ে মোড়ানো
ঘ) রক্ত রঙিন রঙে রং করা
সঠিক উত্তর: (খ)

২২. আবদুল গাফ্‌ফার চৌধুরী-
i. কথাশিল্পীি ও গীতিকার
ii. প্রাবন্ধিক, কলামিষ্ট
iii. সাংবাদিক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. কবি বাংলার হাটে-মাঠে মানুষের কোন শকিতর জাগরণ কামনা করেছেন?
ক) সুপ্ত শক্তি
খ) বাহ্যিক শক্তি
গ) কায়িক শক্তি
ঘ) ক্ষাত্র শক্তি
সঠিক উত্তর: (ক)

২৪. কে হেসে চুমো খেয়েছিল?
ক) দিনের সূর্য
খ) রাত জাগা চাঁদ
গ) মা ছেলেকে
ঘ) সন্তান মাকে
সঠিক উত্তর: (খ)

২৫. আবদুল গাফফার চৌধুরী বর্তমানে কোথায় আছেন?
ক) স্বদেশে
খ) ইতালিতে
গ) প্রবাসে
ঘ) বরিশালে
সঠিক উত্তর: (গ)

২৬. ‘একুশের গান’ কবিতায় ব্যবহৃত কয়েকটি উপমা হচেছ-
i. নাগিনীরা
ii. খুন-রাঙা
iii. না, না, না, না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৭. ‘একুশের গান’ কবিতায় কবি কাদের জাগতে বলেছেন?
ক) নাগিনীদের
খ) রাক্ষসীদের
গ) ডাইনিদের
ঘ) সন্ন্যাসীদের
সঠিক উত্তর: (ক)

২৮. ‘অলকনন্দা’ কী?
ক) ক্রোধের আগুন
খ) কালবোশেখী ঝড়
গ) অশ্রুধারা
ঘ) স্বর্গীয় নদীর ধারা
সঠিক উত্তর: (ঘ)

২৯. পাকিস্তানি পশুসৈনিকদের প্রতি চরম ঘৃণা ঝরেছে বাংলার-
i. ভাইয়ের
ii. বোনের
iii. মায়ের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০. ‘একুশের গান’ কবিতায় ‘‘আমি কি ভুলিতে পারি” চরণটি কয়বার ব্যবহৃত হয়েছে?
ক) দুই বার
খ) তিন বার
গ) চার বার
ঘ) পাঁচ বার
সঠিক উত্তর: (খ)

৩১. ‘একুশের গান’ কবিতার ওরা কী বিক্রয় করে?
ক) দেশের ভাগ্য
খ) মায়ের ভাগ্য
গ) বোনের ভাগ্য
ঘ) ভাষার ভাগ্য
সঠিক উত্তর: (ক)

৩২. একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শত শত মা কী হারিয়েছেন?
ক) জমিজমা
খ) সন্তান
গ) স্বামী
ঘ) জীবন
সঠিক উত্তর: (খ)

৩৩. ‘একুশের গান’ কবিতায় ‘ফেব্রুয়ারি’ শব্দটি কয়বার ব্যবহৃত হয়েছে?
ক) ১০ বার
খ) ১১ বার
গ) ১২ বার
ঘ) ১৩ বার
সঠিক উত্তর: (খ)

৩৪. আবদুল গাফ্‌ফার চৌধুরী বিশেষ ভূমিকা পালন করেন-
ক) ভাষা আন্দোলনে
খ) মুক্তিযুদ্ধে
গ) গণ-অভ্যুত্থানে
ঘ) ভাষা আনন্দোলও মুক্তিযুদ্ধে
সঠিক উত্তর: (ঘ)

৩৫. কোন রচনাটি আবদুল গাফ্‌ফার চৌধুরীর?
ক) ওরা কদম আলী
খ) নেমেসিস
গ) আঁধার কুঠির ছেলেটি
ঘ) নিমজ্জন
সঠিক উত্তর: (গ)

৩৬. কে হেসে চুমু খেয়েছিল?
ক) দিনের সূর্য
খ) রাতজাগা চাঁদ
গ) মা ছেলেকে
ঘ) সন্তান মাকে
সঠিক উত্তর: (খ)

৩৭. ‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো’-কোন সময়?
ক) বর্ষার রাতে
খ) জোছনা রাতে
গ) শীতের শেষে
ঘ) পড়ন্ত বিকেলে
সঠিক উত্তর: (গ)

৩৮. জালিমের কারাগার বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) লোহার শিকল
খ) বন্দী অবস্থা
গ) পাকিস্তানিদের অত্যাচার
ঘ) অন্যায় শাসন
সঠিক উত্তর: (ঘ)

৩৯. ‘এমন সময় ঝড় এলো এক’।- এই ‘ঝড়’ কিসের?
ক) পাকিস্তানিদের আগমন
খ) কালবৈশাখির ঝড়
গ) পাকবাহিনীর আক্রমণ
ঘ) মিছিলে গুলিবর্ষণ
সঠিক উত্তর: (ঘ)

৪০. ‘একুশের গান’ কবিতায় ‘ওরা’ শব্দটি দ্বারা কাদের নির্দেশ করা হয়েছে?
ক) ভাষাশহিদদের
খ) বাঙালিদের
গ) আন্দোলনকারীদের
ঘ) পাকিস্তানি শোষকদের
সঠিক উত্তর: (ঘ)

৪১. ‘‘সেই আঁধারের পশুদের মুখ চেনা”-এখানে কাদেরকে পশু বলা হয়েছে?
ক) দেশীয় রাজাকারদের
খ) আল-বদরদের
গ) পাঞ্জাবিদের
ঘ) পাকিস্তানি সৈন্যদের
সঠিক উত্তর: (ঘ)

৪২. কবি শিশু হত্যার বিক্ষোভে কোনটির কম্পন কামনা করেছেন?
ক) আকাশ
খ) বাতাস
গ) মসজিদ
ঘ) বসুন্ধরা
সঠিক উত্তর: (ঘ)

৪৩. আজো কোথায় বাংলার বীর নর-নারী মরছো?
ক) দেশের বন্দিশালায়
খ) জালিমের কারাগারে
গ) নিজ গৃহে
ঘ) স্বদেশের মাটিতে
সঠিক উত্তর: (খ)

৪৪. ‘তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি’ বলতে বোঝানো হয়েছে-
i. একুশের চেতনাকে জাগ্রত করা
ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা
iii. দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়া
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৫. ‘‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে”-এই চরণের শহিদ শব্দটি কোন ভাষার শব্দ?
ক) আরবি
খ) উর্দু
গ) ফারসি
ঘ) ফরাসি
সঠিক উত্তর: (ক)

৮ম শ্রেনির বাংলা ১ম পত্রের অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 267 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 6

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here