জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় – ২ : অতিথির স্মৃতি এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র- অধ্যায় – ২ : অতিথির স্মৃতি এর বহুনির্বাচনী সাজেশন

JSC Bangla 1st Paper MCQ Question With Answer

১. লেখকের দেখা দরিদ্র ঘরের মেয়েটির ছেলেমেয়ে কয়জন?
ক) দুজন
খ) তিনজন
গ) চারজন
ঘ) পাঁচজন
সঠিক উত্তর: (খ)

২. লেখক কোন সময়ের ট্রেনে দেওঘর ছাড়লেন?
ক) সকালের
খ) দুপুরের
গ) বিকালের
ঘ) রাতের
সঠিক উত্তর: (খ)

৩. বাতব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন?
ক) অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায়
খ) দ্রুত হাঁটতে না পারায়
গ) ক্ষুধা আহরণেরন কাজ শেষ হওয়ায়
ঘ) তাদের ঘরে অনেক দূরে বলে
সঠিক উত্তর: (ক)

৪. ‘গৃহদাহ’ উপন্যাসটি কার লেখা?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
খ) মানিক বন্দ্যোপাধ্যায়ের
গ) কাজী নজরুল ইসলামের
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের
সঠিক উত্তর: (ক)

৫. ‘কুঞ্জ’ শব্দের অর্থ কী?
ক) অরণ্য
খ) জঙ্গল
গ) মহাবন
ঘ) উপবন
সঠিক উত্তর: (ঘ)

৬. কার প্রতি চাকরদের দরদ বেশি?
ক) মালিনী
খ) মালী
গ) অতিথি
ঘ) বামুনঠাকুর
সঠিক উত্তর: (ক)

৭. লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন?
ক) রাঁচী
খ) দেওঘর
গ) কাশী
ঘ) শিলং
সঠিক উত্তর: (খ)

৮. ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়?
ক) দেনাপাওনা
খ) বড়দিদি
গ) পথের দাবি
ঘ) শেষ প্রশ্ন
সঠিক উত্তর: (খ)

৯. রাত্রিবেলা ভজনের শব্দে ঘুম ভেঙে গেলে লেখক কোথায় এসে বসেন?
ক) জানালায়
খ) বাগানে
গ) দরজায়
ঘ) বারান্দায়
সঠিক উত্তর: (ঘ)

১০. অন্ধকার পথে চলার সময় লেখকের সঙ্গী হয়েছিল কে?
ক) একজন বৃন্ধ
খ) একটি কুকুর
গ) একজন চাকর
ঘ) একটি বিড়াল
সঠিক উত্তর: (খ)

১১. গল্পকার কয়টি বেনে-বৌ পাখির কথা উল্লেখ করেছেন?
ক) একজোড়া
খ) দুইজোড়া
গ) তিনজোড়া
ঘ) চারজোড়া
সঠিক উত্তর: (ক)

১২. যৌবনে কুকুরটির শক্তি-সামর্থ্য ছিল তা লেখক বুঝলেন-
i. ল্যাজ নাড়া দেখে
ii. ধারালো চাহনী দেখে
iii. শরীরের ক্ষয়িষ্ণ গঠন দেখে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৩. অতিরিক্তি খাবার চেঁচেপুঁছে নিয়ে গেছে কে?
ক) চাকর
খ) অতিথি
গ) মালি-বৌ
ঘ) মালি
সঠিক উত্তর: (গ)

১৪. কুকুর শব্দটির প্রতিশব্দ হলো-
i. কুত্তা
ii. শাখামৃগ
iii. সারমেয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন গাছটির কথা বলা হয় নি?
ক) আম
খ) ছাতিম
গ) বকুল
ঘ) অশ্বথ
সঠিক উত্তর: (খ)

১৬. বেরিবেরির আসামি ছিল কারা?
ক) ছোট ছোট ছেলেমেয়ে
খ) মালি-বৌ
গ) পা ফুলো অল্পবয়সী একদল মেয়ে
ঘ) জনকয়েক বৃদ্ধ
সঠিক উত্তর: (গ)

১৭. লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
ক) চিকিৎসকের
খ) অতিথির
গ) বামুনঠাকুরের
ঘ) চাকরদের
সঠিক উত্তর: (ক)

১৮. রাত্রি শেষ হলে কাদের আনাগোনা শুরু হতো?
ক) পাখিদের
খ) শিয়ালদের
গ) সিংহদের
ঘ) হাতিদের
সঠিক উত্তর: (ক)

১৯. লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন?
ক) রাঁচি
খ) দেওঘর
গ) কাশী
ঘ) শিলং
সঠিক উত্তর: (খ)

২০. আসামি শব্দটির প্রকৃত অর্থ-
i. অভিযুক্ত বা অপরাধী
ii. আসামের অধিবাসী
iii. আসামের ভাষা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. ‘মাতুলায়’ বলতে বোঝায়-
ক) মাতুলের সন্তান
খ) মামার বাড়ি
গ) মামার বাগান
ঘ) মামার ধন
সঠিক উত্তর: (খ)

২২. বেনে-বৌ পাখি দুটোর রং কেমন?
ক) সবুজ
খ) বেগুনি
গ) কমলা
ঘ) হলদে
সঠিক উত্তর: (ঘ)

২৩. খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত-
ক) বৃদ্ধ ব্যক্তিটি
খ) দরিদ্র ঘরের মেয়েটি
গ) অতিথি
ঘ) মালিবৌ
সঠিক উত্তর: (ঘ)

২৪. কখন থেকে একজন লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
ক) রাত্রি দুটো
খ) রাত্রি তিনটে
গ) রাত্রি চারটে
ঘ) রাত্রি পাঁটটা
সঠিক উত্তর: (খ)

২৫. ‘কুঞ্জ’ শব্দের অর্থ কী?
ক) অরণ্য
খ) জঙ্গল
গ) লতাগুহ
ঘ) উপবন
সঠিক উত্তর: (ঘ)

২৬. ইউক্যালিপ্‌টাস গাছের উঁচু ডালে বসে হাজিরা হাঁকে কোন পাখি?
ক) শ্যামা
খ) টুনটুনি
গ) বেনে-বৌ
ঘ) শালিক
সঠিক উত্তর: (গ)

২৭. কুকুরটিকে তাড়িয়ে দিয়েছে কে?
ক) লেখক
খ) মালি
গ) মালি-বৌ
ঘ) চাকর
সঠিক উত্তর: (গ)

২৮. বেনে-বৌ পাখি দুটোর রং কেমন?
ক) সবুজ
খ) বেগুনি
গ) কমলা
ঘ) হলদে
সঠিক উত্তর: (ঘ)

২৯. ‘কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি’- কোন মেয়েটির?
ক) মালিনীর
খ) পান্ডুর রোগীর
গ) বাতব্যাধিগ্রস্তের
ঘ) পা ফোলা রোগীর
সঠিক উত্তর: (খ)

৩০. শরৎচন্দ্রের ‘বড়দিদি’ কোন পত্রিকায় প্রকাশ পায়?
ক) প্রবাসী
খ) কল্লোল
গ) সবুজ পত্র
ঘ) ভারতী
সঠিক উত্তর: (ঘ)

৩১. মালিনীর কোনটিতে প্রবল অংশীদার ছিল?
ক) আসবাবপত্র
খ) সম্পত্তিতে
গ) টাকাকড়িতে
ঘ) বাড়তি খাবারে
সঠিক উত্তর: (ঘ)

৩২. খাওয়া সমন্ধে নির্বিকারচিত্ত-
ক) বৃদ্ধ ব্যক্তিটি
খ) দরিদ্র ঘরের মেয়েটি
গ) অতিথি
ঘ) মালীবৌ
সঠিক উত্তর: (ঘ)

৩৩. অতিথি উপরের বারান্দার দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে-
i. সকাল বেলা
ii. বিকেল বেলা
iii. বেড়াতে যাওয়া সময়
নিচের কোনটি সঠ্কি?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৪. কুকুরটি দূরে দাঁড়িয়ে নাড়তে লাগল-
ক) মাথা
খ) কান
গ) লেজ
ঘ) পা
সঠিক উত্তর: (গ)

৩৫. কোন গাছের সবচেয়ে উঁচু ডালে বসে বেনে-বৌ পাখিরা প্রত্যহ হাজিরা হেঁকে যেত?
ক) ইউক্যালিপটাস
খ) শাল
গ) সেগুন
ঘ) গর্জন
সঠিক উত্তর: (ক)

৩৬. ‘পান্ডুর’ শব্দের অর্থ কী?
ক) শীর্ণ
খ) ফ্যাকাশে
গ) ক্লান্ত
ঘ) শক্তিহীন
সঠিক উত্তর: (খ)

৩৭. ‘দোর’ শব্দের অর্থ প্রকাশিত হয়েছে নিচের কোনটিতে?
ক) উপবন
খ) বাড়ির ফটক
গ) দারোয়ান
ঘ) জানালা
সঠিক উত্তর: (খ)

৩৮. পাখি চালান দেওয়া ব্যবসা কাদের?
ক) পাখিপ্রেমিকের
খ) চিকিৎসকের
গ) পীড়িতদের
ঘ) ব্যাধের
সঠিক উত্তর: (ঘ)

৩৯. ‘পথের দাবী’ কোন ধরনের লেখা?
ক) ছোটগল্প
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর: (খ)

৪০. শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের গ্রামের নাম কী?
ক) দেবনন্দপুর
খ) রাধানগর
গ) কাঁঠালপাড়া
ঘ) মেহেরপুর
সঠিক উত্তর: (ক)

৪১. পাখিদের মধ্যে কোন পাখি সবচেয়ে ভোরে ওঠে?
ক) বুলবুলি
খ) টুনটুনি
গ) দোয়েল
ঘ) শালিক
সঠিক উত্তর: (গ)

৪২. মধ্যবিত্তগৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কার সংখ্যা ঢের বেশি?
ক) মেয়েদের
খ) পুরুষদের
গ) চিকিৎসকের
ঘ) চাকরদের
সঠিক উত্তর: (ক)

৪৩. ভজন গাওয়া লোকটির গানের সুর কেমন ছিল?
ক) সুমধুর
খ) একঘেয়ে
গ) হাফ-আখড়াই
ঘ) বাজখাঁই
সঠিক উত্তর: (খ)

৪৪. বেনে-বৌ পাখি কোন গাছে বসে হাজিরা হেঁকে যেত?
ক) আম
খ) অশ্বস্থ
গ) ইউক্যালিপটাস
ঘ) সুপারি
সঠিক উত্তর: (গ)

৪৫. ‘দোর’ শব্দের অর্থ কী?
ক) দৌড় বা দৌড়ানো
খ) দূর বা অলক্ষ্য
গ) দ্বারী বা দারোয়ান
ঘ) দুয়ার বা দরজা
সঠিক উত্তর: (ঘ)

৪৬. ভজন গাওয়া লোকটির গানের সুর কেমন ছিল?
ক) সুমধুর
খ) একঘেয়ে
গ) হাফ-আখড়াই
ঘ) বাজখাঁই
সঠিক উত্তর: (খ)

৪৭. ‘সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে’- এখানে ল্যাজ নাড়ানো কোন অর্থ বহন করে?
i. সম্মতি
ii. অসম্মতি
iii. ভয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৪৮. ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন দৃষ্টিকোণে লেখা?
ক) উত্তর পুরুষ
খ) সর্বজ্ঞ
গ) প্রান্তিক চরিত্রের
ঘ) পার্শ্বিক চরিত্রের
সঠিক উত্তর: (ক)

৪৯. ‘মালি’ শব্দটির সঠিক স্ত্রীবাচক শব্দ-
i. মালি-বৌ
ii. মালাকর
iii. মালিনী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যান্বেষণে কোথায় যান?
ক) রেঙ্গুন
খ) করাচি
গ) কাঠমান্ডু
ঘ) বিলাত
সঠিক উত্তর: (ক)

৮ম শ্রেনির বাংলা ১ম পত্রের অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 272 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here