জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় – ১৪: দুই বিঘা জমি এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র- অধ্যায় – ১৪: দুই বিঘা জমি এর বহুনির্বাচনী সাজেশন

JSC Bangla 1st Paper MCQ Question With Answer

১. দুই বিঘা জমির জমির পরিবর্তে ভগবান উপেনকে অলিখিত মালিক করলেন-
ক) দশ বিঘার
খ) দশ গ্রামের
গ) সারা দেশের
ঘ) বিশ্ব নিখিলের
সঠিক উত্তর: (ঘ)

২. প্রাচীরের কাছে আমগাছ দেখে উপেনের কোন কথা মনে হলো?
ক) শিশুকালের কথা
খ) বালককালের কথা
গ) যৌবনকালের কথা
ঘ) জন্মকালের কথা
সঠিক উত্তর: (খ)

৩. ‘কহিলাম আমি, তুমি ভূস্বামী’-এখানে ‘ভূস্বামী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) উপেনকে
খ) সন্ন্যাসীকে
গ) মালীকে
ঘ) জমিদারক
সঠিক উত্তর: (ঘ)

৪. দুই বিঘা জমির মাটিকে ‘সোনার বাড়া’ বলার কারণ-
ক) মরবার মতো ঠাঁই
খ) সপ্তপুরুষের বাস
গ) মিথ্যা দেনার খত
ঘ) বিলাস বেশ ধরায়
সঠিক উত্তর: (খ)

৫. দুই বিঘা জমির সব কিছু নিশ্চিহ্ন হলেও কালের সাক্ষাী হিসেবে এখনও কোন স্মৃতিচিহ্নটুকু আছে?
ক) প্রাচীর
খ) শাকপাতা
গ) পুষ্পিত কেশ
ঘ) আম গাছ
সঠিক উত্তর: (ঘ)

৬. অবশিষ্ট দুই বিঘা ছাড়া বাকি জমি উপেন কীভাবে হারিয়েছে?
ক) ভ্রমণে
খ) ভোগে
গ) দানে
ঘ) ঋণে
সঠিক উত্তর: (ঘ)

৭. ‘সপ্তম সুর’ বলতে কোনটিকে বুঝানো হয়েছে?
ক) কোমল সুর
খ) কর্কশ সুর
গ) উঁচু গলা
ঘ) নিচু গলা
সঠিক উত্তর: (গ)

৮. জমি-ভিটেমাটি হারিয়ে উপেন কী বেশে ঘুরতে লাগল?
ক) ভিক্ষুক
খ) সন্ন্যাসী
গ) দরবেশ
ঘ) মুসাফির
সঠিক উত্তর: (খ)

৯. ‘সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে’- এখানে ‘সন্ন্যাসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) গৃহ বিবাগি
খ) গৃহ-আসক্ত
গ) গৃহ লুটেরা
ঘ) গৃহবন্দি
সঠিক উত্তর: (ক)

১০. লুটেরা শ্রেণি যার জোরে ন্যায়কে অন্যায় ও অন্যায়কে ন্যায়ে পরিণত করে-
i. অর্থ
ii. শক্তি
iii. দাপট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১. আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সৈয়দ শামসুল হক
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর: (খ)

১২. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
ক) ঢাকায়
খ) কলকাতায়
গ) প্যারিসে
ঘ) বিলেতে
সঠিক উত্তর: (খ)

১৩. পরিষদদের সাধারণ বৈশিষ্ট্য হলো-
i. তোষামোদগ করা
ii. ন্যায় কথা বলা
iii. জি হুজুর, জি হুজুর করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৪. কয়টি পাকা ফল উপেনের কোলের কাছে পড়ল?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

১৫. ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকৃত অপরাধী কে?
ক) মালি
খ) উপেন
গ) জমিদার
ঘ) পেয়াদা
সঠিক উত্তর: (গ)

১৬. উপেন কখন নিজ গ্রামে প্রবেশ করল?
ক) দুইদিন পর
খ) দ্বিতীয় প্রহরে
গ) তিন দিন পর
ঘ) তিন প্রহরে
সঠিক উত্তর: (খ)

১৭. ‘যমদূতপ্রায়’ বিশেষণটি ‘দুই বিঘা জমি’ কবিতায় কার পরিচয় বহন করে?
ক) ভূস্বামী
খ) উপেন
গ) মালী
ঘ) পরিষদ
সঠিক উত্তর: (গ)

১৮. উপেন প্রথমে জমি দিতে না চাইলে রাজা-
i. আদালতের ডিক্রি জারি করে
ii. উপেনকে তোষামোদ করে
iii. জমি দেনার খতে বিক্রি দেখায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. বাবু, রাজ, মহারাজ ইত্যাদি শব্দগুলোর মাধ্যমে ‘দুই বিঘা জমি’ কবিতায় কাকে বুঝানো হয়েছে?
ক) জমিদার
খ) পরিষদ
গ) মহাজন
ঘ) ইজারাদার
সঠিক উত্তর: (ক)

২০. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) মো ইয়ান
খ) রবীন্দনাথ ঠাকুর
গ) গাও জিং জিয়ান
ঘ) ইয়াসুনারি কাওয়াবার্টা
সঠিক উত্তর: (খ)

২১. ‘বছর পনেরো-ষোল’ উপেনের কোথায় কাটে?
ক) কাশীতে
খ) বৃন্দাবনে
গ) গহীন জঙ্গলে
ঘ) হাটে-মাঠে-ঘাটে
সঠিক উত্তর: (ঘ)

২২. উপেন তার দুই বিঘা জমিকে কার সাথে তুলনা করেছে?
ক) পৃথিবী
খ) ভিনগ্রহ
গ) মাতৃভূমি
ঘ) বসবাসের স্থান
সঠিক উত্তর: (গ)

২৩. সহসা কে শ্বাস ফেলে গেল?
ক) শাখা
খ) ফল
গ) বাতাস
ঘ) ঝড়
সঠিক উত্তর: (গ)

২৪. কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য।- এই পঙ্‌ক্তিতে ‘হেরিলাম’ শব্দের অর্থ কী?
ক) ছাড়লাম
খ) দেখলাম
গ) খুঁজলাম
ঘ) আনন্দ করলাম
সঠিক উত্তর: (খ)

২৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৪১
খ) ১৮৫১
গ) ১৮৯৬১
ঘ) ১৮৭১
সঠিক উত্তর: (গ)

২৬. জ্যৈষ্ঠের ঝড়ে উপেনের রাত্রে ঘুম না থাকার কারণটি হলো-
i. অতি ভোরে উঠতে হবে
ii. আম কুড়াবার ধুম পরবে
iii. পাঠশালা থেকে পালাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৭. ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘বক্ষে হাত জুড়ে’ কথা বলেছে-
ক) জমিদার
খ) রাজা
গ) উপেন
ঘ) রাজার চাকর
সঠিক উত্তর: (গ)

২৮. বুকভরা মধু রয়েছে-
ক) বঙ্গের বধূর
খ) বাংলার প্রকৃতির
গ) বাংলার রাখালের
ঘ) দেশ-মাতৃকার
সঠিক উত্তর: (ক)

২৯. উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
ক) নিলাজ কুলটা
খ) নিলাজ জননী
গ) নিলাজ দাসী
ঘ) দাসী জননী
সঠিক উত্তর: (ক)

৩০. আমাদের জাতীয় সংগীতের সম্মানিত লেখক হলেন-
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: (খ)

৩১. ধাম শব্দের অর্থ-
ক) খেলাঘর
খ) পর্বত
গ) তীর্থস্থান
ঘ) দুনিয়া
সঠিক উত্তর: (গ)

৩২. ‘পাণি’ শব্দের অর্থ কী?
ক) জল
খ) হাত
গ) গৃহ
ঘ) প্রহর
সঠিক উত্তর: (খ)

৩৩. রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাশিক্ষা গ্রহণ করেছেন যে প্রতিষ্ঠানে-
i. ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল
ii. বেঙ্গল একাডেমী
iii. নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক নিবাস কোথায়?
ক) ঢাকা
খ) খুলনা
গ) কলকাতা
ঘ) কুষ্টিয়া
সঠিক উত্তর: (খ)

৩৫. কত কাঠায় এক বিঘা?
ক) দশ
খ) বিশ
গ) ত্রিশ
ঘ) চল্লিশ
সঠিক উত্তর: (খ)

৩৬. রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয় কোন তারিখে?
ক) ২২ বৈশাখ
খ) ২২ শ্রাবণ
গ) ২৫ বৈশাখ
ঘ) ২৫ শ্রাবণ
সঠিক উত্তর: (গ)

৩৭. জোরপূর্বক কারও সম্পদ হরণ করা-
i. অনৈতিক
ii. লোভের পরিচায়ক
iii. স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৮. ভগবান উপেনকে কোথায় রাখবে না বলে ভেবেছিল?
ক) দুই বিঘা জমিতে
খ) সাধুর আশ্রমে
গ) মোহ গর্তে
ঘ) হাটে-মাঠে-বাটে
সঠিক উত্তর: (গ)

৩৯. নিচের কোন বানানটি সঠিক?
ক) সন্নাসী
খ) সন্যাসী
গ) সন্ন্যাসী
ঘ) সন্নাসি
সঠিক উত্তর: (গ)

৪০. ‘দুই বিঘা জমি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) কথা ও কাহিনী
খ) কড়ি ও কোমল
গ) সোনার তরী
ঘ) শেষ লেখা
সঠিক উত্তর: (ক)

৪১. উপেনের জমি দেওয়ার ব্যাপারে অপারগতা দেখে রাজা হাসলেন-
ক) শুষ্ক হাসি
খ) কষ্টের হাসি
গ) ক্রুর হাসি
ঘ) িআনন্দের হাসি
সঠিক উত্তর: (গ)

৪২. ভূস্বামীর প্রস্তাবের কত দিন পরে উপেন ভিটে-মাটি ছেড়ে পথে বের হয়?
ক) এক মাস
খ) দেড় মাস
গ) দুই মাস
ঘ) আড়াই মাস
সঠিক উত্তর: (খ)

৪৩. উপেনকে যখন ধরে নিয়ে যায় বাবু তখন-
ক) মাছ ধরছিল
খ) গান গাইছিল
গ) দু:খ করছিল
ঘ) কান্না করছিল
সঠিক উত্তর: (ক)

৪৪. ‘কাঙাল’ বলতে বোঝায়-
ক) দরিদ্র
খ) বিত্তবান
গ) সমর্থবান
ঘ) কালো মানুষ
সঠিক উত্তর: (ক)

৪৫. রবীন্দ্রনাথে র কবি প্রতিভার উন্মেষ কখন ঘটে?
ক) ছোটবেলায়
খ) যৌবনে
গ) মধ্যবয়সে
ঘ) বার্ধক্যে
সঠিক উত্তর: (ক)

৪৬. উপেন স্নেহের দান লাভ করার কারণ কোনটি?
ক) ভূ-স্বামীর দয়া
খ) মালীর সহানুভূতি
গ) চৌর্যবৃত্তি
ঘ) বায়ুপ্রবাহ
সঠিক উত্তর: (ঘ)

৪৭. উপেনকে কে ধরে নিয়ে গেল?
ক) পেয়াদা
খ) মালি
গ) ভূস্বামী
ঘ) পাহারাদার
সঠিক উত্তর: (খ)

৪৮. দীর্ঘদিন পর বাড়ি ফিরে উপেন হয়-
i. স্মৃতিকাতর
ii. তৃষ্ণার্ত
iii. শান্ত
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. উপেনের দুই বিঘা জমি কয় পুরুষের স্মৃতিবিজড়িত?
ক) তিন
খ) পাঁচ
গ) সাত
ঘ) নয়
সঠিক উত্তর: (গ)

৫০. ‘মরিবার মতো ঠাঁই’ বলতে উপেন কোনটাকে বুঝিয়েছে?
ক) দুই বিঘা জমি
খ) জননী জন্মভূমি
গ) ছোটো গ্রামগুলি
ঘ) আমগাছের ছায়া
সঠিক উত্তর: (ক)

৮ম শ্রেনির বাংলা ১ম পত্রের অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 274 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here