জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং ডিগ্রী পরীক্ষার ফলাফল ও গ্রেডিং সিস্টেম যেভাবে বের করবেন | NU সিজিপিএ গ্রেডিং পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন কোর্স পরীক্ষার ফলাফলের সিজিপিএ (CGPA) গ্রেডিং পদ্ধতি এবং কত পয়েন্টে কোন বিভাগ/ক্লাস, তা এখানে তালিকা আকারে দেওয়া হলো-

* 80-100 = A+ = 4.00 = 1st class
* 75-79 = A =3.75 = 1st class
* 70-74 = A- = 3.50 = 1st class
* 65-69 = B+ = 3.25 = 1st class
* 60-64 = B = 3.00 = 1st class
* 55-59 = B- = 2.75 = 2nd class
* 50-54 = C+ = 2.50 = 2nd class
* 45-49 = C = 2.25 = 2nd class
* 40-44 = D = 2.00 = 3rd class

আপনার প্রতিটি বিষয়ে অর্জিত পয়েন্টকে যোগ করে যতটি সাবজেক্ট আছে সে সংখ্যা দিয়ে ভাগ করলেই আপনার CGPA পেয়ে যাবেন।

যেমনঃ- 3.75+2.25+2.00+2.50+2.75+3.25+3.50+2.00=22

এখানে ৮ টি বিষয়ে মোট পয়েন্ট হল ২২। এবার এটিকে ৮ দ্বারা (যতটা সাবজেক্ট থাকবে) ভাগ করলে পাই ২.৭৫। তাহলে এটিই হল আপনার ইয়ার ভিত্তিক CGPA।

যেভাবে সহজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল/Result জানবেন।

নিচের লিংক থেকে সবার আগে কোন প্রকার লোডিং ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষারজানতে পারবেন

অনলাইনে ফল জানতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here