“I” এর সাথে কখন is বসে জেনে নিন | i এর সাথে am নাকি ‍is বসে? | is it possible to use “is” with “I” ?

আজকে আমরা “I” এর সাথে am এবং is এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। আমরা সাধারণত জানি যে “I” এর সাথে Auxiliary Verb হিসেবে কেবল “am” ই বসে। আর সেজন্যই আমরা অনেকেই বলে থাকি যে “I” এর সাথে “am” ছাড়া আর কিছুই বসেনা।

কিন্তু না, “I” এর সাথে ক্ষেত্র বিশেষে “is” ও বসে। কি বিষয়টা নতুন লাগছে??

তাহলে আসুন এখন বিস্তারিতভাবে আলোচনা করি।

“I” এর সাথে “am” এর ব্যবহারঃ

“I” যখন কোন বাক্যে First Person+ Singular Pronoun হিসেবে বসে তখন “I” এর পরে Auxiliary verb হিসেবে শুধুমাত্র Am বসে।

আরো সহজ করে বলতে গেলে, “I” যখন বাক্যে “আমি” অর্থে বসে তখন এর সাথে কেবল “am” বসে।

যেমন:  I am a student | I am reading Itmona Blog.

এখানে “I” দ্বারা “আমি” কে বোঝানো হয়েছে।

“I” এর সাথে “is” এর ব্যবহারঃ

“I” যদি কোন বাক্যে কেবল একটি সাধারণ শব্দ বা অক্ষর বোঝাতে ব্যবহৃত হয়, এবং সেখানে “I” যদি আমি অর্থ প্রকাশ না করে তাহলে “I” এর সাথে “am” না বসে “is” বসবে। চলুন নিচের উদাহরণের মাধ্যমে আরো একটু পরিস্কার ভাবে বোঝে নিই। * I is not a consonant. * I is a vowel. * I is the 9th letter in the English alphabet.

খেয়াল করে দেখুন উপরের ৩ টি বাক্যের মধ্যে কোন বাক্যেই “I” আমি অর্থ প্রকাশ করেনি। “I” শুধু অক্ষর বোঝাতে ব্যবহৃত হয়েছে। এমতাবস্থায়, “I” এর সাথে কখনোই verb হিসেবে am ব্যবহার করা যাবেনা, “is” ই ব্যবহার করতে হবে।

আবার i যদি “Inverted Comma” এর ভিতরে থাকে  এবং সেটি যদি বিশেষ কোন কিছুকে নির্দেশ করে তাহলেও i এর সাথে is লিখতে হবে। যেমন:

“I” is the name of my company.“I” is a wonderful film.কি? এখন বোঝতে পেরেছেন তো? তারপরেও না বোঝে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।

এই লেখাটি থেকে নতুন কিছু শিখে থাকলে বা ভাল লাগলে এখনই পোস্ট টি আপনার টাইমলাইনে শেয়ার করে নিন।

আর হ্যা, সবার আগে আমাদের পোস্ট সাথে সাথে পেতে আপনার ব্রাউজারের নিচে ডান পাশে যে লাল বেল আইকন টি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here