Wednesday, May 15, 2024
Home Blog Page 92

Each এবং Every এর মধ্যে পার্থক্য কি? | Difference between Each & Every

Each and Every এর অর্থ এক রকম হলেও এদের ব্যবহারের ভিন্নতা রয়েছে। অাজকে আ্মরা আলোচনা করবো Each এবং Every এর ব্যবহারগত পার্থক্য নিয়ে।

? (i) প্রতিটি ব্যাক্তি/বস্তুকে আলাদা আলাদা (one by one) করে বোঝাতে Each ব্যবহৃত হয়।
→ একটি গ্রুপ বা দল আকারে প্রকাশ করলে Every ব্যবহৃত হবে।
Example
i)Study each sentence carefully (study one by one)
ii)Every sentence must have a verb. (all sentence in general)

? (ii) দুটি বস্তুর মাঝে বোঝাতে each ব্যবহৃত হয়। এক্ষেত্রে Every use করা যাবে না।
Example: In a cricket match each team has 11 players.

? (iii) কোন কাজ নিয়মিত হয় অর্থাৎ(প্রতি দিন, প্রতি বছর, প্রতি ১০ মিনিটে ইত্যাদি) বোঝাতে অথবা কখন বা কত বিরতিতে হয় বোঝাতে Each ব্যবহার না করে Every ব্যবহার করতে হবে
Example : There is a bus every 10 minutes.

? (iv) আমরা sentence এ each একাএকা ব্যবহার করতে পারি। কিন্তু Every এভাবে ব্যবহার করা যাবে না।
Example: None of the rooms were the same. Each was different.

? (v) Each এর পূর্বে Antecedent না থাকলে Verb সবসময় Singular হয়।

Example: Each of the students has appeared in the examination.

? (vi) Each এর Antecedent Plural হলে Verb ও Plural বসবে।

Example: The Students each have done their duties.

[Relative Pronoun যে Noun বা Pronoun কে নির্দেশ করে তাকে Antecedent বলে।]

group Banner

নিচের উদাহরণগুলোতে একটু চোখ ‍বুলিয়ে নিনঃ

  • Study each sentence carefully. (individual)
  • Each player played well. (Individual’s performance)
  • Each of the children received gifts.
  • He met each of the team members personally.
  • There are two boys. Each is smiling
  • In a football match, each team has 11 players.
  • He carried a bag in each hand. (always use each for two things)
  • have read every book in the library. (as there are a lot of books in the library)
  • Every house in the town is painted white. (there are many houses in the town)
  • She plays tennis every Sunday. (how often something happens)
  • I wash my car every month. (frequency)
  • The manager wants to speak to every employee in the office.

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য শেষ সময়ে যা করবেন, সুশান্ত পাল

আর মাত্র কিছুদিন পরেই ৩৮তম প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার শেষ সময়ে এসে কী ধরনের প্রস্তুতি নেওয়া যায়, অভিজ্ঞতা থেকে সে কথাই জানাচ্ছেন ৩০তম বিসিএসে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী সুশান্ত পাল। মেনে চলুন নিচের উপদেশগুলো তাহলে আপনিও হতে পারেন সফলদের একজন।

(পরীক্ষার ১০ দিন হাতে রেখে কিভাবে পড়বেন সেটাই এখানে বলা হয়েছে। আপনার হাতে পরীক্ষার যতদিন বাকি আছে সে হিসেবেই আপনি পড়ুন।)

?  আবেগ কমান, সাধারণ জ্ঞান পড়া কমান। বিসিএস সাধারণ জ্ঞান পাণ্ডিত্যের খেলা নয়।
? আগে কী পড়েছেন, কিংবা পড়েননি, সেটা ভুলে যান। বেশি পড়লেই যেমন প্রিলি পাস করা যাবেই, এমন কিছু নেই; তেমনি কম পড়লেই যে প্রিলি ফেল করবেনই, তেমন কিছু নেই।
?  সামনের ১০ দিনে গুনে গুনে অন্তত ১৬০ ঘণ্টা ঠিকভাবে পড়াশোনা করবেন, এর জন্য মানসিক প্রস্তুতি রাখুন। এটা করতে পারলে আগে কোনো কিছু না পড়লেও প্রিলি পাস করে যাবে।
?  ১০ দিনে বাসায় ৫০ সেট মডেল টেস্ট দেবেন।
?  ভালো একটা প্রিলি ডাইজেস্ট আর বিভিন্ন প্রিলি স্পেশাল সংখ্যা সমাধান করুন। প্রিলির প্রশ্নব্যাংক আর দুটি জব সল্যুশন রিভিশন দিন।
?  অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। এই ১০ দিন মোবাইল ফোন, টিভি, ফেসবুক, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ থেকে যতটুকু সম্ভব দূরে থাকলে আপনার জীবন বৃথা হয়ে যাবে না।
?  সংবিধান, রাজধানী ও মুদ্রা, শাখানদী ও উপনদী, প্রকৃতি ও প্রত্যয়সহ কিছু ঝামেলাযুক্ত টপিক আছে, যেগুলো মনে রাখতে অনেক পরিশ্রম করতে হয়, অথচ মার্কস পাওয়া যায় ১-২। কী দরকার? সময়টা অন্য দিকে দিন, বেশি মার্কস আসবে।
?  সব ধরনের রেফারেন্স বই থেকে ১০০ হাত দূরে থাকুন। অত সময় নেই।
?  বেশি বেশি প্রশ্ন পড়ুন, আলোচনা অংশটা কম পড়বেন।
?  এই ১০ দিনে পেপার পড়ার আর খবর শোনার কোনো দরকার নেই।
?  মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন—এ দুটি বিষয়ের কনফিউজিং প্রশ্নের উত্তর করবেন না। সাধারণ জ্ঞান থেকে অনেক উত্তর পেয়ে যাবেন।
?  যা কিছু বারবার পড়লেও মনে থাকে না, তা কিছু পড়ার দরকার নেই।
?  কে কী পড়ছে, সে খবর নেওয়ার দরকার নেই। যাঁদের প্রস্তুতি অনেক ভালো, তাঁদের সঙ্গে এই ১০ দিনে প্রিলি নিয়ে কোনো কথা বলবেন না।

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।

? বিজ্ঞানটা শুধু প্রিলির প্রশ্নব্যাংক আর জব সল্যুশন থেকে পড়ুন।
?  পাটিগণিত বাদে গাণিতিক যুক্তির বাকিগুলো প্র্যাকটিস করুন।
?  বাংলা ও ইংরেজি সাহিত্যের জন্য শুধু সরকারি চাকরির প্রশ্নগুলো পড়ুন।
?  বাংলা ও ইংরেজি ব্যাকরণ আগে যা পড়েছেন, শুধু সেইটুকুই আরও একবার পড়ে নিন।
?  ডিসেম্বর বাদে গত ৫ মাসের সাধারণ জ্ঞানের তথ্যগুলো কোনো একটি গাইড/বই থেকে এক নজর দেখে নিন।
?  ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাধ্যমিকের সামাজিক বিজ্ঞান বইটি থেকে দেখতে পারেন।
? যে প্রশ্নগুলোর উত্তর অনেক দিন ধরেই পাচ্ছেন না, সেগুলো নিয়ে ভাবা বন্ধ করে দিন।
এখন ৭ তারিখ বিকেল থেকে শুরু করে ৮ তারিখ পরীক্ষার হল থেকে বের হওয়া পর্যন্ত কী কী করতে পারেন, বলছি।
?  থ্রি ইডিয়টস টাইপের কোনো একটা মুভি দেখুন। কিছু সফট ইন্সট্রুমেন্ট কিংবা রবীন্দ্রসংগীত শুনতে পারেন।
?  পুরোপুরিই মোবাইল ফোন আর ফেসবুক মুক্ত সময় কাটান।
?  পরদিনের জন্য পরীক্ষার হলের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখুন।
?  রাতে হালকা খাবার খেয়ে ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়ুন। প্রিলির আগের রাতে ভালো ঘুম না হলে যতই প্রস্তুতি থাক না কেন, পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা বেশি। অন্তত ৮ ঘণ্টা ঘুমাবেন।
?  পরীক্ষার দিন সকালে উঠে ১৫ মিনিট প্রার্থনা করুন। এরপর ফ্রেশ হয়ে হালকা নাশতা করে হাতে ‘সময় নিয়ে’ (কোনোভাবেই ‘বইপত্র নিয়ে’ নয়) হলের উদ্দেশে বেরিয়ে পড়ুন। বের হওয়ার আগে আরও একবার দেখে নিন, প্রয়োজনীয় সবকিছু নিয়েছেন কি না।
?  পরীক্ষার হলে যে ভাবনাটা সবচেয়ে বেশি ম্যাজিকের মতো কাজ করে, সেটি হলো ‘আই অ্যাম দ্য বেস্ট’ ভাবনা। আপনার চেয়ে ভালো পরীক্ষা কেউই দিচ্ছে না, এটা বিশ্বাস করে পরীক্ষা দিন।
?  উত্তরপত্রে সেট কোডসহ অন্যান্য তথ্য ঠিকভাবে পূরণ করুন। এটা ভুল হলে সব শেষ।
?  সব প্রশ্নই উত্তর করার জন্য নয়। লোভে পাপ, পাপে নেগেটিভ মার্কস।
?  বুদ্ধিশুদ্ধি করে কিছু প্রশ্ন ছেড়ে না এসে উত্তর করতে হয়। এ রকম ৬টা প্রশ্ন ছেড়ে শূন্য পাওয়ার চেয়ে অর্ধেক ঠিক করে ১ দশমিক ৫ পাওয়া ভালো।
? সাধারণত যেকোনো বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবার সময় আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। প্রথম দেখায় যে প্রশ্নগুলোর উত্তর পারেন না মনে হবে, সেগুলো মার্ক করে পরেরটায় চলে যাবেন। সময় নষ্ট করার সময় নেই।
?  প্রশ্ন ভুল কি ঠিক, সেটা নিয়ে মাথা খারাপ করবেন না।
?  বৃত্ত ভরাট করতে করতে ক্লান্ত? একটু ব্রেক নিন। চাকরিটা পেয়ে গেলে আপনার জীবনটা কীভাবে
বদলে যাবে, কাছের মানুষগুলোর হাসিখুশি মুখ একবার কল্পনায় আনুন; ক্লান্তি কেটে যাবে।
? কয়টা দাগালে পাস, এমন কোনো নিয়ম নেই। আপনি যেগুলো পারেন, সেগুলোর উত্তর করবেন। এরপর যেগুলো একেবারেই পারেন না, সেগুলো বাদ দিয়ে বাকিগুলোর ৬০ শতাংশ উত্তর করবেন।
? কোনো প্রশ্নেই বেশি গুরুত্ব দেবেন না। সব প্রশ্নেই ১ নম্বর।
?  আপনার আশপাশে কে কয়টা দাগাচ্ছে, কোনটি দাগাচ্ছে, সেদিকে তাকাবেন না। এতে আপনি বেশ কিছু জানা প্রশ্ন ভুল দাগাতে পারেন।
? পরিচয় দেওয়ার মতো একটা চাকরি সবারই হোক। সিভিল সার্ভিসে আপনাদের স্বাগত জানাই।

পিএসসি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক থেকে বিগত সালের সকল প্রশ্নোত্তর একসাথে PDF ডাউনলোড করুন

পিএসসি বিসিএস পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ ১১জন কবি সাহিত্যিক নির্ধারণ করে দিয়েছেন। এই ১১জন সাহিত্যিকের জীবনী ও রচনাবলী থেকেই পরীক্ষায় বেশি প্রশ্ন করা হয়।
তারা হলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, রোকেয়া সাখাওয়াত হোসেন, কায়কোবাদ, ফররুখ আহমেদ। এখানের সকল কবি সাহিত্যিক থেকে আসা সকল প্রশ্ন নিয়ে আমরা একটি পিডিএফ বই তৈরী করেছি যার মাধ্যমে আপনি সহজে প্রস্তুতি নিতে পারবেন। তাহলে আর দেরি কেন ডাউনলোড করে নিন এখনই….

বাংলা সাহিত্যের পঞ্চ পান্ডব সম্পর্কে A to Z তথ্য +MCQ এর PDF Download

all-previous-questions-from-psc-11-poets

? সাইজঃ-  ১.৫  এমবি

? পৃষ্ঠা সংখ্যাঃ ১৩

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ ? দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে  Download করে নিন।

Download

? প্রয়োজনীয় মূর্হুতে ?খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই মডেল টেস্ট গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

সতর্কবাণীঃ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আমাদের সাইটের কোন লেখা অন্য কোন ব্লগ/ সাইটে প্রকাশ করবেন না।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরিক্ষার বিগত বছরের সকল প্রশ্নোত্তর একসাথে

রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ – ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ – ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেবকবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ,৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন সব প্রশ্ন। রবীন্দ্রনাথ থেকে নিচের প্রশ্নগুলো পড়ে নিলে বিসিএস সহ যেকোন চাকরির  পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন।

প্রশ্ন ১: রবীন্দ্রনাথ ঠাকুরের “গীতাঞ্জলি” কাব্য প্রকাশিত কত সনে? [৩৭তম বিসিএস]
? উত্তর: ১৯১০।
প্রশ্ন ২: কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬]
? উত্তর: চক্রবাক।
প্রশ্ন ৩: “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরনতলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে? [৩৭তম বিসিএস]
? উত্তর: পূজা অর্থে।
প্রশ্ন ৪: রবীন্দ্রনাথের প্রথম লেখা ছোট গল্প কোনটি? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনে পিএসসি‘র সহকারী পরিচালক ২০১৬]
? উত্তর: ভিখারিনী।
প্রশ্ন ৫: কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
? উত্তর: ঘুম নেই।

প্রশ্ন ৬: ‘ছবি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [বাংলাদেশ রেলওয়ে উপসহকারী (সিভিল) ২০১৬]
? উত্তর: বলাকা।
প্রশ্ন ৭: ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি’-এর রচয়িতা কে? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনে পিএসসি‘র সহকারী পরিচালক ২০১৬]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৮: ‘চতুরঙ্গ’ গ্রন্থটি কার রচিত? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনে পিএসসি‘র সহকারী পরিচালক ২০১৬]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৯: রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার ২০১৬/সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম গবেষনা কর্মকর্তা ২১০৫]
? উত্তর: গীতাঞ্জলি।
প্রশ্ন ১০: ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? [জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ১১: বাংলা সাহিত্যে ‘বিশ্বকবি’ হিসেবে পরিচিত কে? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক ২০১৫]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ১২: ‘হিং টিং ছট’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫]
? উত্তর: সোনার তরী।
প্রশ্ন ১৩: ‘ভানুসিংহের ঠাকুরের পদাবলী’র ভাষা- [জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্টী) ২০১৫]
? উত্তর: ব্রজবুলি।
প্রশ্ন ১৪: কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫]
? উত্তর: কুষ্টিয়া।
প্রশ্ন ১৫: নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের? [৩৬তম বিসিএস]
? উত্তর: নিখিলেস-বিমলা।
প্রশ্ন ১৬: রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? [শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]
? উত্তর: বলাকা।
প্রশ্ন ১৭: রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন- [বাংলাদেশ রেলওয়ে উপসহকারী (সিভিল) ২০১৬/মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০১৬/স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫]
? উত্তর: ১৯১৩।
প্রশ্ন ১৮: রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? [৩৫তম বিসিএস]
? উত্তর: খুলনার দক্ষিন ডিহি।
প্রশ্ন ১৯: কোনটি রবনীন্দ্র রচনার অন্তর্তগত নয়? [৩৫তম বিসিএস]
? উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাণ্ডক আবার আত্মদান”।
প্রশ্ন ২০: ‘কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? [প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।

প্রশ্ন ২১: ‘ঠাকুর’ পরিবারের আসল পদবি ছিল- [প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫]
? উত্তর: কুশারী।
প্রশ্ন ২২: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিন কোনটি? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬/মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর-২০১৪]
? উত্তর: ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ।
প্রশ্ন ২৩: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল? [প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালকঃ ০১]
? উত্তর: ৭ তারিখ।
প্রশ্ন ২৪: ২৫শে বৈশাখ কার জন্মদিন? [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ২০১১]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।
প্রশ্ন ২৫: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম- [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ২০১৫]
? উত্তর: ১৮৬১ খ্রিস্টাব্দে ৭মে।
প্রশ্ন ২৬: কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়? [১৩তম বিসিএস]
? উত্তর: ১৯৬১ সালে।
প্রশ্ন ২৭: রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি? [পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাইফার অফিসার ২০১২]
? উত্তর: ২২ শ্রাবণ।
প্রশ্ন ২৮: ২২ শ্রাবন কেন স্মরনীয়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২]
? উত্তর: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস।
প্রশ্ন ২৯: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরন করেন-[সাব-রেজিস্টারঃ ০১]
? উত্তর: ১৯৪১।
প্রশ্ন ৩০: Which Benglai poet was awarded thr title ‘Knight’? / কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকঃ ০৪]
? উত্তর: Rabiindra Nath Tagore
প্রশ্ন ৩১: রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন- [খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ২০১২/বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১১/আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসারঃ -৭]
? উত্তর: ১৯১৯।
প্রশ্ন ৩২: বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন- [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর উপ-সহকারী পরিচালকঃ ০১]
? উত্তর: আইনস্টাইন।
প্রশ্ন ৩৩: ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্টা করে? [প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালকঃ ০১]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৩৪: রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে- [১৪তম বিসিএস/পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক ২০১১]
? উত্তর: ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়।
প্রশ্ন ৩৫: বাংলা টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? [১০ম বিসিএস/সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরঃ ৯৯]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৩৬: বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে? [থানা সহকারী শিক্ষা অফিসারঃ ০৫]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৩৭: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রখম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক- ২০১২]
? উত্তর: বনফুল।
প্রশ্ন ৩৮: কোনটি কাব্যগ্রন্থ? [২০তম বিসিএস/পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যান পরিদর্শিকা (FWV) পশিক্ষানার্থী ২০১৫]
? উত্তর: শেষ লেখা।
প্রশ্ন ৩৯: ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ৯৩]
? উত্তর: বলাকা। সূচিপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

প্রশ্ন ৪০: রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? [উপজেলা সমাজসেবা অফিসারঃ ০৬]
? উত্তর: বলাকা।
প্রশ্ন ৪১: ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন? [২২তম বিসিএস/ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ‘ঘ’ ইউনিটঃ ০৩-০৪]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৪২: ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি- [সমবায় অধিদপ্তরে ২য় শ্রেনীর গেজেটেড কর্মখর্তাঃ ৯৭]
? উত্তর: কাব্যগ্রন্থ।
প্রশ্ন ৪২: রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ? [তথ্য মন্ত্রনালয়ের অধীনে তথ্য অফিসারঃ ০৫]
? উত্তর: কাব্যগ্রন্থ।
প্রশ্ন ৪৩: ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে? [২৬তম বিসিএস/থানা শিক্ষা অফিসারঃ ৯৬]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৪৪: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
? উত্তর: ভিক্টোরিয়া ওকামপো।
প্রশ্ন ৪৫: ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা? সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ২০১৩/আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদঃ০৭]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

সতর্কবাণীঃ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আমাদের সাইটের কোন লেখা অন্য কোন ব্লগ/ সাইটে প্রকাশ করবেন না।

প্রশ্ন ৪৬: ‘বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা ১৪০০ সাল’ এর রচয়িতা কে? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ‘ঘ’ ইউনিটঃ ০২-০৩]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৪৭: নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
? উত্তর: বলাকা।
প্রশ্ন ৪৮: রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি? [বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের অধীনে সহকারী বিস্ফোরক পরিদর্শকঃ ০৩]
? উত্তর: গীতাঞ্জলি।
প্রশ্ন ৪৯: কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান? [ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ‘গ’ ইউনিটঃ ০২-০৩]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৫০: রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন- [বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক ২০১১]
? উত্তর: নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৫১: গীতাঞ্জলির ইংরেজী অনুবাদ সম্পাদনা করেছেন- [৩৩তম বিসিএস]
? উত্তর: ডব্লিউ.বি.ইয়েটস।
প্রশ্ন ৫২: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস- [সহকারী জজ নিয়োগ পরীক্ষাঃ ০৭/কর্মসংস্থান ব্যাংক অ্যাসিসটেন্ট অফিসারঃ ০১]
? উত্তর: বৌঠাকুরানীর হাট।
প্রশ্ন ৫৩: ‘শেষের কবিতা’ কার রচনা? [কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মখর্তা- ২০১৪]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৫৪: রবীন্দ্রনাথ ঠাকুরে রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে- [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১১/শ্রম অধিদপ্তরে শ্রম অফিসারঃ ৯৪]
? উত্তর: একটি রোমান্টিক উপন্যাস।
প্রশ্ন ৫৫: রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? [২৪তম বিসিএস/পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাইফার অফিসার ২০১২/ ৫মবিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১০]
? উত্তর: শেষের কবিতা।
প্রশ্ন ৫৬: গোরা উপন্যাসের লেখন কে? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক ২০১৩]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৫৭: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসে কান ভাষাবিদের নাম পাওয়া যায়? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ০৬]
? উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী।
প্রশ্ন ৫৮: ‘শেষের কবিতা’ উপন্যাসের নায়ক কে? [শ্রম পরিদপ্তরের মেডিক্যাল অফিসার- ২০০৭]
? উত্তর: অমিত রায়।
প্রশ্ন ৫৯: কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? [১৬তম বিসেএস]
? উত্তর: ঘরে-বাইরে।
প্রশ্ন ৬০: ‘ঘরে-বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো- [নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মখর্তা এবং বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী ২০১৩]
? উত্তর: ব্রিটিশ ভারতের রাজনীতি।
প্রশ্ন ৬১: কোনটি রবীন্দ্রনাথের রচনা? [২১তম বিসিএস]
? উত্তর: চতুরঙ্গ।
প্রশ্ন ৬২: ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি- [সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী- ২০১০/দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শকঃ ০৪]
? উত্তর: উপন্যাস।
প্রশ্ন ৬৩: রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা- [ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (সহ-ভূতত্ত্ববিদ): ০৬]
? উত্তর: চার অধ্যায়।
প্রশ্ন ৬৪: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন? [মেডিক্যাল ভর্তি পরীক্ষা: ০৯-১০]
? উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন ৬৫: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? [১৫তম বিসিএস/ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬]
? উত্তর: বসন্ত।
প্রশ্ন ৬৬: রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? [২২তম বিসিএস/পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যা পরিদর্শিকা (FWV) প্রশিক্ষাণার্থী ২০১৫]
? উত্তর: রক্তকরবী।
প্রশ্ন ৬৭: রক্তকরবী কী? [সহকারী থানা শিক্ষ অফিসারঃ ০৯]
? উত্তর: রবীন্দ্রনাথের নাটক।
প্রশ্ন ৬৮: ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২-ঢাকা]
? উত্তর: উপন্যাস।
প্রশ্ন ৬৯: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ১১]
? উত্তর: চিত্রা।

group Banner
প্রশ্ন ৭০: ‘বিদায় অভিশাপ’ কবিতাটি কার লেখা? [পল্লী উন্নয়ন বোর্ডের মাঠকর্মী- ২০১৪]
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৭১: কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? [প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক ২০১৬]
? উত্তর: গোরা।
প্রশ্ন ৭২: ‘বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত’।– এ বাক্যটি কোন লেখায় আছে? [পরিবার ক্যলান পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ পরীক্ষা ২০১০/স্বাস্থ অধিদপ্তরে স্বাস্থ সহকারী ২০১০]
? উত্তর: হৈমন্তী।
সূচিপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।
প্রশ্ন ৭৩: রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি? [শ্রম পরিদপ্তরের মেডিক্যাল অফিসার- ২০০৭]
? উত্তর: চন্ডালিকা।
প্রশ্ন ৭৪: ‘তাপসী’ নাটকটি কে রচনা করেছেন? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২-চট্টগ্রাম]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৭৫: ‘তাসের দেশ’ নাটকটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২-মেঘনা]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৭৬: রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান এসিস্টেন্ট অফিসার ২০১৪]
? উত্তর: তাসের দেশ।
প্রশ্ন ৭৭: নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? [জতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১২]
? উত্তর: দুই বোন।
প্রশ্ন ৭৮: রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল- [দুর্নীতি দমন পরিদর্শকঃ ০৪]
? উত্তর: ডাকঘর।
প্রশ্ন ৭৯: কোনটি নাটক? [জেলা নির্বাচন অফিসারঃ ০৪]
? উত্তর: ডাকঘর।
প্রশ্ন ৮০: ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, সিলেট বিভাগঃ ০৯]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৮১: ‘বিসর্জন’ কার রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, খুলনা বিভাগঃ ০৯/বিআরটিএ এর সহকারী পরিচালকঃ ০৫]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৮২: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন- [মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরিদর্শকঃ ০৪]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন ৮৩: গল্পগুচ্ছের লেখক কে? [উপজেলা সমাজসেবা অফিসারঃ ০৬/মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরিদর্শকঃ ০৪]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৮৪: রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়? [উত্তরা ব্যাংক সহকারী অফিসারঃ ০৮]
? উত্তর: নৌকাডুবি।
প্রশ্ন ৮৫: নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? [দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সহকারী পরিচালকঃ ০১]
? উত্তর: ক্ষুধিত পাষান।
প্রশ্ন ৮৬: রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? [২৮তম বিসিএস]
? উত্তর: ক্ষুধিত পাষান।
প্রশ্ন ৮৭: যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? [সংস্থাপন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ০৭]
? উত্তর: হৈমন্তী।
প্রশ্ন ৮৮: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ- [সাব-রেজস্ট্রারঃ ০১/প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সাইফার অফিসারঃ ৯৯]
? উত্তর: যুরোপ প্রবাসী পত্র।
প্রশ্ন ৮৯: ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবন? [স্বাস্থ মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী ২০১৬/সহকারী জজ নিয়োগ পরীক্ষাঃ ০৮]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৯০: ‘দেনাপাওনা’ উপন্যাস ও ‘দেনাপাওনা’ ছোট গল্পের লেখক যথাক্রমে- [বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে সহকারী পরিচালকঃ ০৬]
? উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর।
সূচিপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।
প্রশ্ন ৯১: ‘পঞ্চভূত’ কার লেখা? [সেনালী, জনতা, অগ্রনী ও রূপালী ব্যাংকের অফিসারঃ ০৮]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৯২: ‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যথাক্রমে- [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী।
প্রশ্ন ৯৩: নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কৃর্তৃক রচিত নয়? [গনমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (টিভি প্রশিক্ষন): -৩]
? উত্তর: কৃষ্ণকান্তের উইল।
প্রশ্ন ৯৪: কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [পিএসসি‘র সহকারী পরিচালকঃ ৯৮]
? উত্তর: কৃষ্ণকুমারী।
প্রশ্ন ৯৫: কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? [রেলওয়ে সহকারী কমাডেন্টঃ ০০]
? উত্তর: বীরাঙ্গনা।
প্রশ্ন ৯৬: কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১]
? উত্তর: রাজবন্দীর জবানবন্দী।
প্রশ্ন ৯৭: নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? [সহকারী পল্লী উন্নয়ন কর্মখর্তা (বিআরডিবি): -৭]
? উত্তর: ফাল্ডুনী।
প্রশ্ন ৯৮: কোনটি সঠিক? [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
? উত্তর: জল পড়ে পাতা নড়ে (উপন্যাস)
প্রশ্ন ৯৯: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক- ১৩]
? উত্তর:ভিখারিনী।
প্রশ্ন ১০০: কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২]
? উত্তর: দোলনচাঁপা।
প্রশ্ন ১০১: রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
? উত্তর: তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
প্রশ্ন ১০২: কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়?
? উত্তর: তের বছর বয়সে।
প্রশ্ন ১০৩: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
? উত্তর: কবি কাহিনী।
প্রশ্ন ১০৪: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
? উত্তর: বাল্মীকি প্রতিভা।
প্রশ্ন ১০৫: বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরকে।
প্রশ্ন ১০৬: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
? উত্তর: ভানুসিংহ ঠাকুর।
প্রশ্ন ১০৭: গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
? উত্তর: ১৯১০ সালে।
প্রশ্ন ১০৮: গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
? উত্তর: ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।

? প্রশ্ন ১০৯: রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি?
উত্তর: ভানুসিংহ, গীতাঞ্জলি, , প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি ও গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা।

? উপরের কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
ভানুসিংহ, গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীতবিচিত্রা গাইতে গাইতে পূরবী,পত্রপুট, শ্যামলীমহুয়াকে সাথে নিয়ে সোনার তরী, খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার, নবজাতক, নৈবেদ্যর, জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রামানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা, ছবি ও গান দেখল। ভানুসিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাইগীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন।

বিঃদ্রঃ রবীন্দ্রনাথ থেকে আরো অনেক প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় এসেছে, ঘুুরিয়ে ফিরিয়ে সেগুলো ও উপরের প্রশ্নগলোর মত বলে আর উল্লেখ করিনি।

সতর্কবাণীঃ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আমাদের সাইটের কোন লেখা অন্য কোন ব্লগ/ সাইটে প্রকাশ করবেন না।

পুরো লেখাটা টাইপ করে দিয়ে সহযোগিতা করেছেন:- প্রণয়

পাটিগণিতের গুরত্বপূর্ণ অধ্যায়গুলোর অংক করার শর্টকাট পদ্ধতির PDF ডাউনলোড | গণিত প্রস্তুতি

পাটিগণিত হচ্ছে গণিতের অন্যতম পুরাতন একটি শাখা। যেখানে বস্তুর গণনা সংক্রান্ত হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে সরাসরি করা হয়। Arithmetic(পাঠিগণিত) শব্দটির অর্থ সংখ্যার কলাকৌশল যা গ্রিক শব্দ ‘arithmetike’ থেকে এসেছে। গণিতের যে শাখায় সংখ্যা, বিশেষ করে ধনাত্মক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে পাঠিগণিত বলে।

পাঠিগণিতে ১০টি প্রতিক বা অঙ্ক দ্বারা সব সংখ্যা লেখা যায়। যেগুলো হলো- ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। এদের মধ্যে প্রথম নয়টি সংখ্যা কে সার্থক সংখা এবং শেষেটিকে শূন্য বলা হয়। আমাদের প্রাত্যহিক জীবনে সংখ্যার সাথে সাথে পাঠিগণিতের বিভিন্ন বিষয় ওতপ্রোতভাবে জড়িত। ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ আর্য্যভট্রকে (৪৭৬ খ্রি – ৫৫০ খ্রি) পাঠিগণিতের জনক বলা হয়। উল্লেখ্য আর্য্যভট্রই অঙ্ক (০) শূন্যেরও জনক।

ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ আর্য্যভট্রকে (৪৭৬ খ্রি - ৫৫০ খ্রি) পাঠিগণিতের জনক বলা হয়।
গণিতবিদ ও জ্যোতির্বিদ আর্য্যভট্র

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।

এখন আসি কাজের কথায়, আমরা খুব ভাল করে জানি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত অংশে ভাল মার্কস তোলার জন্য পাটিগণিত বিরাট ভূমিকা পালন করে। কিন্তু সমস্যা হলো পাটিগণিতের অংকগুলো বড় বড় হওয়ার কারণে অল্প সময়ে সমাধান করতে পারিনা। আবার অনেকে বড় বা কঠিন মনে করে পাটিগণিতের অংক করতেও ভয় পায়  আর সেজন্যই আমরা এই অংশটিতে বঞ্চিত হই।

এনসিটিবি কর্তৃক প্রকাশিত প্রথম থেকে দশম শ্রেণির গণিত বই ও সমাধান পিডিএফ ডাউনলোড করুন। Class one to Ten NCTB Math Books PDF Download

আজ আপনাদের জন্য এসেছি পাটিগণিতের কতিপয় গুরত্বপূর্ণ অধ্যায়ের অংক করার সহজ পদ্ধতি, যার মাধ্যমে আপনি উপরের সকল সমস্যার সমাধান করতে পারবেন। এই পিডিএফটিতে গণিতের সকল অধ্যায়ের কঠিন অংকগুলো কিভাবে শর্টকাটে সমাধান করবেন তার সমাধান সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে।

? সাইজঃ-  ১.২  এমবি

? পৃষ্ঠা সংখ্যাঃ ৮

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ ? দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

Direct Download 

Download

? প্রয়োজনীয় মূর্হুতে ?খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই মডেল টেস্ট গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

এরকম আরো পোস্ট পেতে  আমাদের ফেসবুক পেইজে Like দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।

বিসিএস এর জন্য নিচের পোস্টগুলোও পড়ে নিনঃ

Zakirs BCS Special এর ১-২০ মডেল টেস্ট উত্তরসহ PDF ডাউনলোড করুন | বিসিএস প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কী, কেন, কিভাবে | BCS সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর একসাথে

১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বিস্তারিত + MCQ

ইংরেজি সাহিত্যের বাছাই করা ৫২৫ টি গুরুত্বপূর্ন MCQ এর PDF ডাউনলোড করুন | English Literature Note

? নবম/দশম শ্রেণির,বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে ৪০০+টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

? সুশান্ত পালের 1-10 ইংরেজি Hand Note Pdf Download করুন

শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে A to Z জেনে নিন।

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু কাব্য,পত্রকাব্য,কবিতা, নাটক এবং উপন্যাস রচনার পেছনের রহস্য | বিসিএস পরীক্ষা প্রস্তুতি

বিরাম চিহ্নের বিরতিকাল মনে রাখুন কৌশলে | যতি বা ছেদ চিহ্ন নিয়ে যত তথ্য | বাংলা ২য় পত্র টিপস

সবচেয়ে বেশি বার বিসিএস অন্যান্য চাকরির পরীক্ষায় আগত প্রশ্নগুলোর Pdf Download

error: Content is protected !!