নির্বাচন কমিশন সচিবালয় স্টোরকিপার পদের নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড ২০১৯

নির্বাচন কমিশন সচিবালয় স্টোরকিপার পদের পরীক্ষার তারিখ:২১. ০৬.২০১৯

Bangladesh Election Commission Secretariat recruitment examination question and ans – 2019 Full Question Solution PDF Download

এখানের সবগুলো প্রশ্ন সমাধান, নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের বাংলা প্রশ্ন সমাধান

 Bangladesh Election Commission

১. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ -এক কথায় তাকে কী বলে?
ইতিহাসিক
ইতিহাসবিদ
ইতিহাসবেত্তা *
ঐতিহাসিক

২. ‘এতমিখানা’ কোন সমাস?
দ্বিগু
তৎপুরুষ *
বহুব্রীহি
কর্মধারয়

৩. ‘জিলাপির প্যাচঁ’- বাগধারাটির অর্থ কী?
প্যাঁচানো
জটিল
কুটিল বুদ্ধি *
কলহপ্রিয়

৪. ‘বুলবুলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে ‘ শব্দ কোন কারকে কোন বিভক্তি রয়েছে?
করণে সপ্তমী
অধিকরণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী *
অপাদানে সপ্তমী

৫. ‘মানুষ মরণশীল’- এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ ?
পুং লিঙ্গ
স্ত্রীলিঙ্গ
উভয়লিঙ্গ *
ক্লীবলিঙ্গ

৬. কোন বানানটি শুদ্ধ?
স্বায়ত্তশাসন *
স্বিায়ত্ত্বশাসন
সায়ত্ত্বশাসন
সায়ত্তশাসন

৭. কোনটি শুদ্ধ?
সৌজন্ন
সৌজন্নতা
সৌযন্য
সৌজন্য *

৮. অবীরা বলতে কোন নারীকে বুঝায়?
যে স্বামীর বশীভূত
যার পুত্র হয়নি
যার স্বামী , পুত্র নেই *
যার বিয়ে হয়নি

৯. ‘মনীষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
মন + ঈশা
মনঃ + ঈষা
মনস + ঈষা *
মনাে + ঈষা

১০. ‘গায়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ –
গৈ +অক *
গায় + অক
গা +অক
গৈ +য়ক

১১. ‘বিহগ’ -এর সমার্থক শব্দ নয় কোনটি?
প্রসূন *
খগ
পাখি
খেচর

১২. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে ?
সংস্কৃত
প্রাকৃত
অিপভ্রংশ *
পালি

১৩. ‘ঠোঁট কাটা’ বলতে বোঝায়-
পক্ষপাতদুষ্ট
স্পষ্টভাষী *
মিথ্যাবাদী
অহংকারী

১৪. ‘কন্যা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
অনুজা
মেয়ে *
সুত
তনয়া

১৫. লাজ শব্দটি কোন পদ?
বিশেষ্য *
বিশেষণের বিশেষণ
বিশেষণ
ক্রিয়া

১৬. ‘গণক’ শব্দটির স্ত্রী লিঙ্গ কোনটি?
গণিকা
গণকী *
গনকিনী
গণকা

১৭. ‘ব্যাঙের সর্দি’ অর্থ কী?
রোগ বিশেষ
সম্ভাব্য ঘটনা
অসম্ভব ঘটনা *
প্রতারনা

১৮. ‘সূর্য’- এর প্রতিশব্দ
আদিত্য *
সুধাংশু
শশাঙ্ক
বিধু

১৯. ‘অনিল’ শব্দের অর্থ ?
আকাশ
বাতাস *
কোকিল
গাছ

২০. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
আল মাহমুদ
শামসুর রাহমান
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম *

২১. ‘একচোখ’ রাগধারাটির অর্থ
পক্ষপাতদুষ্ট
ধার্মিক *
প্রাচীনপন্থী
ভণ্ড সাধু

২২. ‘যার কিছু নেই’ এ কথায় প্রকাশ করলে হবে –
হৃতসর্বস্ব *
দরিদ্র
ভিখারী
অসংযত

২৩. কোনটি তদ্ভব শব্দ?
চাঁদ *
সূর্য
নক্ষত্র
গগণ

২৪. বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
২০ টি
৩৯ টি *
৪০ টি
৪১ টি

আরো পড়ুন: নিবন্ধন পরীক্ষার সকল প্রশ্ন সমাধান PDF Download

নির্বাচন কমিশন সচিবালয়ের ইংরেজি প্রশ্ন সমাধান

1. —- is it difficult —- dispose —– waste?
Where,to, for
When, for, such *
Why, with,in
Why, to, of

2. In time of financial crisis, such lavish expenditure should be —–.
curtailed *
justified
encouraged
corrected

3. —– many lands , he has a big business.
Besides
Along
In addition *
Further more

4. We have recently entered — an agreement with the Island co-operative society.
with
into *
on
have to

5. She boasted —- her skill at chess.
on
in
upon
of *

6. They agreed with us,——-?
weren’t they
didn’t they *
wouldn’t they
isn’t he

7. I wish I — you ten years earlier.
met *
have met
had met
would have met

8. The verb-form of ‘Acceptance is :
Acceptable
Acceptence
Acceptly
Accept *

9. Which one is singular ?
Agenda
Hypothesis *
Media
Syllabi

10. Feminine gender of ‘Wizard’ is –
Wizardess
witch *
Femele wizard
Acrobat

11. What is the synonym for the word ‘Destroy’?
Injurious
retain
drop
Ruin *

12. What is the synonym for the word’ Accomplish ?
Withhold
Assist *
drop
Ruin

13. The antonym for ‘Ingenious’ is –
Crafty
Inane
Incompetent *
Skillful

14. The antonym for ‘Genuine’ is –
Real
Actual
Erroneous *
True

15. Find the misspelt word –
Committee *
Enthusiasm
Extroversion
Recession

16. Find the misspelt word –
Monotonus *
Timorous
Outrageous
Unfortunate

17. Choose the correct spelling?
Diesentry
Dysentry
Dysentrageous
Unfortunate *

18. Which one is correct ?
He is angry upon me
He is angry at me
He is angry of me
He is angry with me *

19. Which one is correct ?
He copied the answer word of word
He copied the answer word with word
He copied the answer word for word*
He copied the answer word in word

20. Which one is correct ?
Rich not always happy
The rich is not always happy
The rich is not happy always
The rich are not always happy *

21. Select the correct English translation of : “The boy takes after his father”-
ছেলেটি তার পিতার দেখাশুনা করে
ছেলেটি তার পিতার অনুকরণ করে
ছেলেটি তার পিতার পদাংক অনুসরণ করে
ছেলেটি দেখতে তার পিতার মত *

22. What kind noun is ‘Cattle’?
Proper
Common
Collective *
Material

23. The word ‘wonderful’ is a/an –
Noun
Adjective *
Verb
Adverb

24. ‘All his pupils like him ‘ বাক্যটির সঠিক Passive form হচ্ছে?
He is liked by all his pupils . *
He was liked by all his pupils.
He is like by all his pupils.
He is being liked by all his pupils.

? সাইজঃ-  3 MB

? পৃষ্ঠা সংখ্যাঃ 6

Download From Google Drive

Download

  Direct Download 

Download

 Download From Dropbox

Download

আরো পড়ুন: সকল বিসিএস পরীক্ষার বিস্তারিত প্রশ্ন ও সমাধান পড়ুন

? প্রয়োজনীয় মূর্হুতে ?খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here