যেভাবে মার্কসিট সহ এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮ দেখবেন | eboardresults.com

২০১৮ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬ মে প্রকাশ করা হবে। নির্ধারিত দিনে দুপুর ১ টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। বিভিন্ন শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

 

খুব সহজে JSC ও PSC রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

 

 

 SSC/Dakhil পরীক্ষার ফলাফল জানার নিয়ম

মোবাইলে SMS এর মাধ্যমে এস.এস.সি/দাখিল পরীক্ষার ফলাফল ২০১৮ জানার পদ্ধতিঃ

How you check SSC Result 2018 by SMS mobile?

মোবাইল এসএমএস এর মাধমে এস এস সি ফলাফল ২০১৮ জানা যাবে যেভাবেঃ

SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ 
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ 
SSC RAJ 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ 
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ 
Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এসএসসি ভোকেশনালের জন্যঃ 
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর

পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ 
SSC Tec 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

➳ আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর এভাবে লিখুন।
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board

 

ইন্টারনেটে ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফল যেভাবে দেখবেন।

মার্কসিট সহ SSC Result রেজাল্ট এখানে দেখুন

 

[penci_button link=”http://www.educationboardresults.gov.bd/” icon=”” icon_position=”left” align=”center” size=”large” background=”red”]Check Result[/penci_button]

 

২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফল নিয়ে নিচের প্রশ্নগুলো মাথায় ঘুরপাক করছে কি?

  • শুধু রোল নম্বর (Roll Number) দিয়ে SSC Result দেখবো কিভাবে?
  • Registration Number ছাড়া SSC Result দেখবো কিভাবে?
  • পুরো বিদ্যালয়ের (Institution Result) SSC Result Download করবো কিভাবে?
  • সম্পূর্ণ কেন্দ্রের (Centre Result) SSC Result দেখবো কিভাবে?
  • সম্পূর্ণ কেন্দ্রের (District Result) SSC Result দেখবো কিভাবে?

তাহলে এখানে ক্লিক  করে ওয়েবসাইটে যান তারপর, ড্রপ ডাউন মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন। তারপর,2018 সাল সিলেক্ট করুন এবং পরবর্তীতে আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন। পরবর্তী, আপনার ফলাফলের প্রকারটি লিখুন (যদি আপনি একক ফলাফল জানতে চান তাহলে Individual Result বা স্কুলগত ফলাফল নির্বাচন করতে চান তাহলে Institution Result নির্বাচন করুন, স্কুল EIIN প্রবেশ করুন)। Registration Number এখানে থেকে ফলাফল পেতে ঐচ্ছিক। কিন্তু, আপনি রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন, আপনি বিষয় চিহ্ন দিয়ে পূর্ণ ফলাফল পাবেন। তারপর, সঠিক নিরাপত্তা Key টি প্রবেশ করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মানব। সমস্ত তথ্য সঠিক হলে, শুধু Get Result এ ক্লিক করুন। সব কাজ সম্পন্ন, আপনি আপনার ফলাফল পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here