Gerund ও Present Participle সহজে চেনার ৫ টি অসাধারণ উপায়/টেকনিক | 5 Easy Bangla Tricks to Identify Gerunds and Participles

Gerund vs Present Participle চেনার ৫ টি সহজ উপায়

Gerund ও Present participle দুটোই ing যুক্ত হওয়ায় চিনতে আমাদের অনেকটা কষ্ট হয়ে যায়। অনেকে এই দুটি নিয়ে ভাবতেই ভয় পায়। আমরা আগের একটি পোস্টে Gerund & Present Participles এর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। ঐ লেখাটি না পড়ে থাকলে এখানে ক্লিক করে পড়ে আসতে পারেন।

তাহলে আসুন জেনে নিই সহজে Gerund ও Present participle চেনার ৫ টি অসাধারণ টেকনিক।

টেকনিক ১ঃ .Gerund এবং participle দুটিই Non finite Verb। দুটির সাথেই ing যুক্ত থাকে। তবে Gerund Noun এর কাজ করে আর Present participle Adjective এর কাজ করে।যেমন – I don’t like his Shouting at me. (চিৎকার -Noun -Gerund)
I heard him shouting at me (চিৎকার অবস্থা -Adjective)

বুঝেন নাই? আরো সহজ করে বলি –

টেকনিক ২ঃ যখন Sentence এর কথাটা বলি কাজটা যদি তখনই ঘটে, তাহলে Participle, না ঘটলে Gerund.আগের বাক্যগুলো খেয়াল করেন-
I don’t like his Shouting at me (তখন কেউ চিৎকার করছে না,তাই এটা Gerund)
I heard him Shouting at me (তখন সে চিৎকার করছিল, তাই এটা Present participle)

টেকনিক ৩ঃ  See, Notice, Watch, Observe-( সবগুলোর কাছাকাছি অর্থ -দেখা)
Hear, listen-(শোনা)
Catch, keep, find
এই ৯ টা শব্দ Verb_ing (Non finite verb) এর আগে থাকলে participle, না থাকলে Gerund.যেমন –
 Rahim heard him Calling me (heard অাছে, তাই participle)
I dislike your laughing loud.(৯ টির একটিও নেই তাই Gerund)
 He observed them Coming out of this home. (Observed অাছে, তাই Participle)
She objects to my going there. (৯ টির মধ্যে একটিও নেই তাই Gerund)
এবার বুঝতে সমস্যা হবে না জানি ??

Nota Bene : Present Participle এর আগে Object pronoun এবং Gerund এর আগে possessive adjective বসে।

কি এখনো বোঝেন নাই?? তাহলে আরো পড়ুন, আজ আপনি পারবেন ই।

টেকনিক ৪ঃ Ing যুক্ত জায়গায় It বসালে নতুবা দুটি Noun/Pronoun এর মাঝে For বসিয়ে বাক্য মিলে গেলে=Gerund।

Gerund এর উদাহরণঃ

(১) (Reading) is an excellent habit(38th bcs).

২) This is my (reading) room.

এখানে ১নং উদাহরণে reading এর জায়গায় it বসালে বাক্যটি পূর্ণ হয়। যেমন–It is an excellent habit। আবার ২ নং উদাহরণে Reading ও room দুটি Noun এর মাঝে for বসালে বাক্যটি পূর্ণ হবে। যেমন– room for reading।

টেকনিক ৫ঃ  Ing যুক্ত Word টি বাদ দিলে অথবা দুটি Noun/Pronoun এর মাঝে Is বসিয়ে বাক্য মিলে গেলে=Participle।

Participle এর উদাহরণঃ

(১) A (barking) dog seldom bites.

২) I saw a (Crying) baby.

১ নং উদাহরণে barking বাদ দিলে বাক্যটি পূর্ণ হয়। যেমন– A dog seldom bites। আবার ২ নং উদাহরণে Crying ও Baby দুটি Noun এর মাঝে is বসালে বাক্যটি পূর্ণ হয়। যেমন– Baby is crying। অতএব এই নিয়মে ৯৯% Participle ও Gerund হবে। বাকি ১% ব্যতিক্রম rules এদিক ওদিক হলেও অসুবিধা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here