দর্জি কাজ শেখার জন্য পরিমাপের সকল খুটিনাটি তথ্য জেনে নিন | Tailoring All types basic measurement Tips

সেলাই কাজ শিখতে হলে প্রথমেই জনতে হবে ইঞ্চি বা গজের মাপ। তার পর জানতে হবে কিভাবে কাপড় ভাজঁ করতে হয়, মার্কিং বা দাগাতে হয়। কাপড় ভাজঁ করা ও মার্কিং করা কাপড় কাটার জন্য একটি গুরত্বপূর্ণ ধাপ। এই দুটি কাজ সঠিকভাবে না করতে পারলে সঠিকভাবে কাপড় কাটা সম্ভব নয়। আর মার্কিং বা কাপড় মাপ অনুযায়ী দাগানোর জন্য কাপড় কাটার জন্য সকল খুটিনাটি মাপ আমাদের আগে জানতে হবে। সব গুলো বিষয় ভালভাবে জানার জন্য আগে উপরের ভিডিওটি দেখে নিন।

** সিকি ইঞ্চি= এক ইঞ্চির চারভাগের এক ভাগ ।
** আধা ইঞ্চি= ১ ইঞ্চির ২ ভাগের ১ ভাগ।
** পৌনে এক ইঞ্চি= ১ ইঞ্চির ৪ ভাগের ৩ ভাগ।
** ১ ফুট= ১২ ইঞ্চি
** ১ গজ = ৩৬ ইঞ্চি বা ৩ ফুট
** ১ গিরা = সোয়া ২ ইঞ্চি বা ৩৬ ইঞ্চির ১৬ ভাগের ১ ভাগ
তাহলে ২ গিরা = সাড়ে ৪ ইঞ্চি (৪.৫)
**১ মিটার= ৩৯.৩৭ ইঞ্চি

**১৬ গিরা = ১ গজ বা ৩৬ ইঞ্চি কিভাবে হল??
যেহেতু ১ গিরা = ২ ইঞ্চি ২ সুতা,তাহলে হিসেব করলে হয়…
১৬*২=৩২ ইঞ্চি , ১৬*২= ৩২ সুতা বা ৪ ইঞ্চি
মোট=৩২+৪= ৩৬ ইঞ্চি বা ১ গজ

ঠিক একই ভাবে গিরা কে ইঞ্চিতে এবং ইঞ্চিকে গিরা তে প্রকাশ করতে পারবেন।

সেলাই কাজ শেখায় আগ্রহী হলে ঘুরে আসুন আমাদের দর্জি মাস্টার ইউটিউব চ্যানেলটি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here