নবম ও দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ অধ্যায় – ৩: মানচিত্র পঠন ও ব্যবহার এর MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

এস.এস.সি ভূগোল ও পরিবেশএর বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৩: মানচিত্র পঠন ও ব্যবহার

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. ভূগোলবিদদের অতি প্রয়োজনীয় উপকরণ কোনটি?
ক) মানচিত্র
খ) স্কেল
গ) কম্পাস
ঘ) ট্রেসপেপার
সঠিক উত্তর: (ক)

২. বিভিন্ন দেশের দুরত্ব পরিমাপের জন্য কিরূপ একক ব্যবহার করা হয়?
ক) স্বতন্ত্র
খ) অনুরূপ
গ) চিরন্তন
ঘ) একই রকম
সঠিক উত্তর: (ক)

৩. সাধারণত প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে কোন ধরনের উপাদান দেখতে পাওয়া যায়?
ক) প্রাকৃতিক ও সামাজিক
খ) প্রাকৃতিক ও সাংস্কৃতিক
গ) প্রাকৃতিক ও রাজনৈতিক
ঘ) সামাজিক ও সাংস্কৃতিক
সঠিক উত্তর: (খ)

৪. ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক) ল্যাটিন
খ) ফ্রেঞ্চ
গ) ফরাসি
ঘ) স্পেনিস
সঠিক উত্তর: (খ)

৫. ভাষাগত অসুবিধা দূর করার জন্য কোন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে?
ক) ভূচিত্রাবলি অনুপাত
খ) প্রতিভূ অনুপাত
গ) আধুনিক অনুপাত
ঘ) বর্ণনা অনুপাত
সঠিক উত্তর: (খ)

৬. “Mappa’ শব্দের অর্থ কী?
ক) কার্বণের টুকরা
খ) কাপড়ের টুকরা
গ) কাজগের টুকরা
ঘ) পলিথিন টুকরা
সঠিক উত্তর: (খ)

৭. কিসের মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করা যায়?
ক) GPS
খ) GIS
গ) রাজনৈতিক মানচিত্র
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৮. ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলে?
ক) আদ্রতা
খ) জলবায়ু
গ) বায়ুপ্রবাহ
ঘ) বৃষ্টিপাত
সঠিক উত্তর: (খ)

৯. সাধারণত মানচিত্রকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)

১০. মানচিত্রের স্কেলে ১ ইঞ্চি সমান কত?
ক) ২ মাইল
খ) ৩ মাইল
গ) ৪ মাইল
ঘ) ৫ মাইল
সঠিক উত্তর: (গ)

১১. বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয়?
ক) হেলিকপ্টার
খ) উঁচু পাহাড়
গ) বিমান
ঘ) উঁচু দালান
সঠিক উত্তর: (গ)

১২. ব্রিটিশ পদ্ধতিতে ১:৩৬ প্রতিভূ অনুপাতে মানচিত্রের দূরত্ব যখন ১ ইঞ্চি তখন ভূমির দূরত্ব কত?

ক) ৩৬ ইঞ্চি=১০০০ গজ
খ) ৩৬ ইঞ্চি=১০০ গজ
গ) ৩৬ ইঞ্চি=১০ গজ
ঘ) ৩৬ ইঞ্চি=১ গজ
সঠিক উত্তর: (ঘ)

১৩. কোন নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায় কোনটির মাধ্যমে?
ক) GPS
খ) GIS
গ) রাজনৈতিক মানচিত্র
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

১৪. কোন দেশের মধ্যভাগে দ্রাঘিমারেকা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে কী বলে?
ক) স্থানীয় সময়
খ) প্রমাণ সময়
গ) আন্তর্জাতিক তারিখ রেখা
ঘ) সবকটি
সঠিক উত্তর: (খ)

১৫. আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কী বলে?
ক) প্রমাণ সময়
খ) স্থানীয় সময়
গ) আন্তর্জাতিক তারিখ রেখা
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

১৬. GIS-এর পূর্ণরূপ কী?
ক) Globalization Information System
খ) Geographical Information Sunvey
গ) Geographical Information System
ঘ) Global Indintity System
সঠিক উত্তর: (গ)

১৭. নিচের কোনটি মানচিত্রে ব্যবহার করা হয়?
i. বিভিন্ন রং
ii. রেখা ও সংকেত
iii. উদ্ভিদকুলের অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮. আমাদের দেশে যখন দুপুর ১২ টা তখন যুক্তরাজ্যের লন্ডন শহরের সময় কত?
ক) রাত ১২ টা
খ) দুপুর ১২ টা
গ) সন্ধ্যা ৬টা
ঘ) সকাল ৬টা
সঠিক উত্তর: (ঘ)

১৯. GPS-এর পূর্ণরূপ কী?
ক) Geographical Planing System
খ) Geoghaphical Pling sunvey
গ) Globel Positioning System
ঘ) Global Positioning Sunvery
সঠিক উত্তর: (গ)

২০. কোথায় সর্বপ্রথম GIS এর ব্যবহার শুরু হয়?
ক) যুক্তরাজ্যে
খ) কানাডায়
গ) জার্মানিতে
ঘ) অস্ট্রিয়ায়
সঠিক উত্তর: (খ)

২১. প্রাচীনকালে প্রথম কোথায় মানচিত্রের প্রচলন হয়েছিল?
ক) গ্রিসে

খ) ইরাকে

গ) মিসরে
ঘ) চীনে
সঠিক উত্তর: (গ)

২২. মানচিত্রের ভাষা বলা হয় কোনগুলোকে? i. রং ii. রেখা iii. সংকেত নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. সকল মানচিত্রেই কোন সীমারেখা বিদ্যমান?
ক) আন্তর্জাতিক সীমা
খ) জেলা সদর অঞ্চল
গ) সমুদ্রবন্দর
ঘ) মৃত্তিকার অবস্থান
সঠিক উত্তর: (ক)

২৪. পৃথিবীল বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, এসব চিহ্নকে কী বলে?
ক) অভ্যন্তরীণ প্রতীক চিহ্ন
খ) আন্তর্জাতিক প্রতীক চিহ্ন
গ) স্থানীয় প্রতীক চিহ্ন
ঘ) এলাকা ভিত্তিক প্রতীক চিহ্ন
সঠিক উত্তর: (খ)

২৫. নিচের কোনটি প্রশাসনিক মানচিত্রের বৈশিষ্ট্য?
i. আন্তর্জাতিক সীমা থেকে
ii. সাগর, মহাসাগর, দেশ বিভক্ত থাকে
iii. জলবায়ুর অবস্থা দেখানো হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৬. নিচের কোন বৈশিষ্ট্য সাংস্কৃতিক মানচিত্রে দেখা যায়?
i. দেশ, রাষ্ট্রের সীমা ও ঐতিহাসিক স্থান বা স্থাপত্য
ii. বিভিন্ন অর্থনীতিক অবস্থা
iii. বিভিন্ন স্থানের বিভিন্ন জিনিস ও বিভিন্ন সমাসব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. একটি স্থানের দ্রাঘিমা ৯০০ পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
ক) ২ ঘন্টা ২০ মিনিট
খ) ১ ঘন্টা
গ) ১ ঘন্টা ২০ মিনিট
ঘ) সময়ের ব্যবধান হবে না
সঠিক উত্তর: (গ)

২৮. কত বছর পূর্বে মিসরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করেন?
ক) প্রায় ২৫০০ বছর পূর্বে
খ) প্রায় ৩০০০ বছর পূর্বে
গ) প্রায় ৩৫০০ বছর পূর্বে
ঘ) প্রায় ৪০০০ বছর পূর্বে
সঠিক উত্তর: (খ)

২৯. সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে থাকে?
ক) স্থানীয়
খ) রাজনৈতিক
গ) সামরিক
ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর: (গ)

৩০. রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং এর মালিকানা সীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়?
ক) প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ) মৌজা মানচিত্র
গ) ভূ-চিত্রাবলি মানচিত্র
ঘ) দেওয়াল মানচিত্র
সঠিক উত্তর: (খ)

৩১. মূল মধ্যরেখা থেকে ৫০ পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে?
ক) ১৬ মিনিট
খ) ২০ মিনিট
গ) ২৪ মিনিট
ঘ) ২৮ মিনিট
সঠিক উত্তর: (খ)

৩২. বাংলাদেশ যুক্তরাজ্যের কোন দিকে অবস্থিত?
ক) উত্তর
খ) দক্ষিণ
গ) পূর্ব
ঘ) পশ্চিম
সঠিক উত্তর: (গ)

৩৩. একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে থাকে তাকে কী বলে?
ক) নকশা
খ) দলিল
গ) মানচিত্র
ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (গ)

৩৪. আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলোকে কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?
ক) প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ) দেওয়াল মানচিত্র
গ) ভূ-চিত্রাবলি মানচিত্র
ঘ) মৌজা মানচিত্র
সঠিক উত্তর: (ঘ)

৩৫. বিভিন্ন ভাষাভাষি মানুষের কাছে মানচিত্র ব্যবহার যো্য করার জন্য কি পদ্ধতি উদ্ভাবিত হয়েছে?
ক) অনুমান পদ্ধতি
খ) অনুপাত পদ্ধতি
গ) প্রতিভূ অনুপাত পদ্ধতি
ঘ) অনুরূপ অনুপাত পদ্ধতি
সঠিক উত্তর: (গ)

৩৬. আমাদের গ্রামের মানচিত্রের বাংলা নাম কী?
ক) প্রাকৃতিক বিষয়ক মানচিত্র
খ) মৌজা মানচিত্র
গ) দেওয়াল মানচিত্র
ঘ) ভূ-চিত্রাবলি মানচিত্র
সঠিক উত্তর: (খ)

৩৭. পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে অর্থাৎ সূর্য এবং সে স্থানের কোণ ০০ হলে তখন ঐ স্থানকে কী বলে?
ক) অপরাহ্ন
খ) মধ্যরাত
গ) মধ্যাহ্ন
ঘ) প্রভাত
সঠিক উত্তর: (গ)

৩৮. নিচের কোনটি জিআইএস এর কাজ?
i. পানি ব্যবস্থাপনা
ii. ভূমি ব্যবহার ও যোগাযোগ ব্যবস্থার অবস্থা
iii. মৃত্তিকা ও রাস্তার অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. জিপিএস পদ্ধতির মাধ্যমে একটি স্থানের কী জানা যায়?
i. অক্ষাংশ
ii. দ্রাঘিমাংশ
iii. উচ্চতা ও দূরত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. “Mappa’ কোন ভাষা থেকে এসেছে?
ক) ফরাসি
খ) স্পেনিস
গ) পর্তুগিজ
ঘ) ল্যাটিন
সঠিক উত্তর: (ঘ)

৪১. প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের অপর নাম কী?
ক) স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র
খ) মৌজা মানচিত্রক
গ) ভূ-চিত্রাবলি মানচিত্র
ঘ) দেওয়াল মানচিত্র
সঠিক উত্তর: (ক)

৪২. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)

৪৩. মানচিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি-
i. সমদ্র পৃথিবী
ii. একটি অঞ্চল
iii. সমগ্র বিশ্বজগত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৪. পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?
ক) পূর্ব থেকে পশ্চিমে
খ) পশ্চিম থেকে পূর্বে
গ) উত্তর থেকে দক্ষিণে
ঘ) দক্ষিণ থেকে উত্তরে
সঠিক উত্তর: (খ)

৪৫. মানচিত্রে কোন প্রতীক দিয়ে কী বোঝানো হয়েছে কে তা নির্দেশ করে?
ক) স্কেল
খ) শিরোনাম
গ) সীমানা
ঘ) সূচক
সঠিক উত্তর: (ঘ)

৪৬. টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
ক) প্রাকৃতিক বিষয়ক মানচিত্র
খ) দেওয়অল মানচিত্র
গ) মৌজা মানচিত্র
ঘ) ভূ-চিত্রাবলি মানচিত্র
সঠিক উত্তর: (গ)

৪৭. মানচিত্ররে কার্য বা বৃত্তির ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৪৮. গ্রিনিচের প্রমাণ সময় থেকে বাংলাদেশের প্রমাণ সময়-
ক) অগ্রবর্তী
খ) পশ্চাদবর্তী
গ) সমান

ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৪৯. ঢাকা থেকে একটি স্থানের দূরত্ব ৫০০৩০’ পূর্ব দ্রাঘিমা। ঢাকায় যখন ভোর ৬টা তখন সেই স্থানের স্থানীয় সময় কত?
ক) সকাল ৯টা ২২ মিনিট
খ) সকাল ১০টা ২২ মিনিট
গ) রাত ১১ ৯ মিনিট
ঘ) রাত ১১টা ১০ মিনিট
সঠিক উত্তর: (ক)

৫০. দেওয়াল মানচিত্র কেন তৈরি করা হয়?
ক) শ্রেণিকক্ষের জন্য
খ) মাঠের জন্য
গ) পর্বতের জন্য
ঘ) জলবায়ুর জন্য
সঠিক উত্তর:

PDF File Download From Here

? সাইজঃ- 283 KB 

? পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here