নবম ও দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ অধ্যায় – ১২: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য এর MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

এস.এস.সি ভূগোল ও পরিবেশ র বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ১২: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. যোগাযোগ ব্যবস্থা কাকে প্রভাবিত করে?
ক) ব্যবসাকে
খ) ব্যবস্থাপনাকে
গ) বাণিজ্যকে
ঘ) রাজনৈতিক অবস্থাকে
সঠিক উত্তর: (গ)

২. ২০১২ সালে আঞ্চলিক মহাসড়কের পরিমাণ কত?
ক) ৩৫৩৮ কি.মি.
খ) ৪২৭৬ কি.মি.
গ) ১৩২৮০ কি.মি.
ঘ) ২০৯৪৮ কি.মি.
সঠিক উত্তর: (খ)

৩. মোট আমদানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
ক) ৮০%
খ) ৮৫%
গ) ৯০%
ঘ) ৯৫%
সঠিক উত্তর: (খ)

৪. বাংলাদেশে ফেরীঘাট আছে কতগুলো?
ক) ৩২টি
খ) ৩৪টি
গ) ৩৬টি
ঘ) ৩৮টি
সঠিক উত্তর: (খ)

৫. ২০১২ সালে মোট সড়ক পথের পরিমাণ কত?
ক) ১৩২৪৮ কি.মি.
খ) ২০৯৪৮ কি.মি.
গ) ২১০৪০ কি.মি.
ঘ) ২১২৭২ কি.মি.
সঠিক উত্তর: (ঘ)

৬. বাণিজ্যের প্রয়োজন দেখা দেয় কখন?
Ο ক) পণ্য উৎপাদনের জন্য
Ο খ) পণ্য বাজারজাতকরণের জন্য
Ο গ) পণ্য বন্টনের জন্য
Ο ঘ) আমদানি-রপ্তানির জন্য
সঠিক উত্তর: (গ)

৭. ইট বা কাঁচা সড়কের পরিমাণ ২০১২ সালে কত কি.মি.?
ক) ১৩২৪৮
খ) ১৩২৮০
গ) ১৩৪৫৮
ঘ) ১৩৯৫৬
সঠিক উত্তর: (গ)

৮. দেশের বৃহত্তম রেলস্টেশন কোথায়?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) খুলনা
ঘ) সিলেট
সঠিক উত্তর: (ক)

৯. নৌ চলাচলের জন্য বেশি উপযোগী –
i. দেশের দক্ষিণ অঞ্চল
ii. দেশের উত্তর অঞ্চল
iii. দেশের পূর্বাঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০. অর্থনৈতিক দিক দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে –
i. নৌ পথ
ii. সমুদ্র পথ
iii. সড়ক পথ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১. ঝড় ও সামুদ্রিক ঢেউ থেকে জাহাজ রক্ষা পায় কখন?
ক) উপকূলের গভীরতা থাকলে
খ) উন্নত বন্দর থাকলে
গ) পোতাশ্রয় থাকলে
ঘ) মজবুত জেটি থাকলে
সঠিক উত্তর: (গ)

১২. কোন জেলায় রেলপথ নেই?
ক) টাঙ্গাইল
খ) মাদারীপুর
গ) হবিগঞ্জ
ঘ) ভৈরববাজার
সঠিক উত্তর: (খ)

১৩. ভূমি বন্ধুর হলে রেলপথ –
i. ব্যায়বহুল নির্মাণ
ii. কষ্ট সাধ্য
iii. ব্যবস্থাপনা খরচ কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪. ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে হয় কোন সেতুর মাধ্যমে?
ক) আরিচা সেতু
খ) হার্ডিঞ্জ ব্রিজ
গ) বঙ্গবন্ধু সেতু
ঘ) মাওয়া সেতু
সঠিক উত্তর: (গ)

১৫. শাহ আমানত বিমান বন্দর কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) সিলেট
ঘ) খুলনা
সঠিক উত্তর: (খ)

১৬. সমতল ভূমিতে রেলপথ নির্মাণ করলে –
i. খরচ কম হয়
ii. সহজে নির্মাণ করা যায়
iii. রেলপথ স্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭. বাংলাদেশে মোট রেলপথ আছে কত কি.মি.?
ক) ২৬৯০ কি.মি.
খ) ২৮৯১ কি.মি.
গ) ২৭৯৩ কি.মি.
ঘ) ২৮৩৫ কি.মি.
সঠিক উত্তর: (ঘ)

১৮. মিটারগেজ রেলপথের পরিমাণ কত?
ক) ১৮০০ কি.মি.
খ) ১৮০১ কি.মি.
গ) ১৮০২ কি.মি.
ঘ) ১৮০৩ কি.মি.
সঠিক উত্তর: (খ)

১৯. সড়কপথ গড়ে ওঠার জন্য কেমন ভূমিরূপ প্রয়োজন?
ক) সমতল
খ) ঢালযুক্ত
গ) নিম্ন
ঘ) পার্বত্য
সঠিক উত্তর: (ক)

২০. বাংরাদেশে কতটি লঞ্চঘাট আছে?
ক) ৩৭৪
খ) ৩৭৫
গ) ৩৭৬
ঘ) ৩৭৭
সঠিক উত্তর: (গ)

২১. অভ্যন্তরীণ বাণিজ্যে বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে –
i. সড়কপথ
ii. নদীপথ
iii. আকাশ পথ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. নদীমাতৃক দেশে রেলপথ নির্মাণের অসুবিধা কী?
ক) নৌপথের উপর অতিনির্ভরতা
খ) বন্যা হওয়ার প্রবণতা বেশি
গ) অধিক সেতু নির্মাণ
ঘ) রেলপথ নির্মাণ ব্যয়বহুল
সঠিক উত্তর: (ঘ)

২৩. বাণিজ্য হলো –
i. মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্য
ii. পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয়
iii. এর আনুষঙ্গিক কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. আকাশ পথে পণ্য পরিবহনে দ্রব্যমূল্য কী প্রভাব রাখে?
ক) দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়
খ) দ্রব্যমূল্য কমিয়ে দেয়
গ) বিভিন্ন অঞ্চলে একই পণ্যের বিভিন্ন মূল্য পার্থক্য কমায়
ঘ) দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে
সঠিক উত্তর: (গ)

২৫. শক্ত মৃত্তিকার উপর সড়কপথ গড়ে উঠলে কি সুবিধা?
ক) নির্মাণ সহজ
খ) নির্মাণ খরচ কম
গ) নির্মিত সড়ক স্থায়ী হয়
ঘ) নির্মাণের সময় কম প্রয়োজন
সঠিক উত্তর: (গ)

২৬. ডুয়েলগেজ রেলপথ কোথায় দেখা যায়?
ক) জামতৈল হতে জয়দেবপুর
খ) যমুনা নদীর পূর্ব অংশে
গ) যমুনা নদীর পশ্চিম অংশে
ঘ) রাণীপুকুর থেকে পীরগঞ্জ
সঠিক উত্তর: (ক)

২৭. ওসমানী বিমানবন্দর কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) সিলেট
ঘ) খুলনা
সঠিক উত্তর: (গ)

২৮. সমুদ্রপথ গড়ে উঠার জন্য প্রয়োজন –
i. দেশের পাশে সমুদ্রের অবস্থান
ii. কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য
iii. নিকটবর্তী বাজার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৯. ব্রডগেজ রেলপথের পরিমাণ কত?
ক) ৬৫৪ কি.মি.
খ) ৬৫৯ কি.মি.
গ) ৬৬৪ কি.মি.
ঘ) ৬৬৯ কি.মি.
সঠিক উত্তর: (খ)

৩০. অভ্যন্তরীণ নাব্য জলপথের পরিমাণ কত?
ক) ৬৪০০ কি.মি.
খ) ৭৪০০ কি.মি.
গ) ৮৪০০ কি.মি.
ঘ) ৯৪০০ কি.মি.
সঠিক উত্তর: (গ)

৩১. সমুদ্র পথ উন্নতি লাভ করবে কখন?
ক) নিকটবর্তী সমুদ্রের অবস্থান থেকে
খ) আমদানি রপ্তানি বাণিজ্য থাকলে
গ) বন্দর গড়ে উঠলে
ঘ) উপযোগী ভৌগোলিক বৈশিষ্ট্য থাকলে
সঠিক উত্তর: (গ)

৩২. বাংলাদেশের প্রায় সর্বত্র রেলযোগাযোগ আছে তবে –
i. পাহাড়ি অঞ্চল বাদে
ii. বনাঞ্চল বাদে
iii. জলাভূমি বাদে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩. সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
i. বাজার ব্যবস্থার উন্নতিতে
ii. সুষম অর্থনৈতিক উন্নয়নে
iii. কর্মসংস্থান বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধি করতে হলে –
i. উৎপন্ন দ্রব্যের খরচ কমাতে হবে
ii. উৎপন্ন দ্রব্যের শুল্ক বৃদ্ধি করতে হবে
iii. দ্রব্যসামগ্রীর মানের উন্নয়ন ঘটাতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫. ঢালযুক্ত স্থান সড়কপথের জন্য বাধা স্বরূপ কেন?
ক) সড়ক নির্মাণ ব্যয়বহুল
খ) গাড়ির জ্বালানী খরচ বেশি হয়
গ) সড়কপথ ঝুঁকিপূর্ণ থাকে
ঘ) দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি
সঠিক উত্তর: (খ)

৩৬. ২০১১-১২ সালে অভ্যন্তরীণ নৌ পরিবহনের আয় কত কোটি টাকা?
ক) ২১৬৭৩ কোটি
খ) ২১৬৭৫ কোটি
গ) ২১৬৭৭ কোটি
ঘ) ২১৬৭৯ কোটি
সঠিক উত্তর: (গ)

৩৭. মিটারগেজ রেলপথ দেখা যায় – i. ঢাকা ii. চট্টগ্রাম iii. সিলেট নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮. পরিবহন হলো –
i. যাত্রী স্থানান্তর
ii. পণ্য স্থানান্তর
iii. সেবা স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯. কোন দুইটি স্থানের মধ্যে রেলওয়ে ফেরী চালু আছে?
ক) জামতৈল থেকে জয়দেবপুর
খ) সিরাজগঞ্জ থেকে বাহাদুরাবাদ
গ) তিস্তা থেকে জগন্নাতগঞ্জ
ঘ) সিরাজগঞ্জ থেকে জগন্নাথগঞ্জ
সঠিক উত্তর: (ঘ)

৪০. ডুয়েলগেজ রেলপথের পরিমাণ কত?
ক) ৩৭০ কি.মি.
খ) ৩৭৫ কি.মি.
গ) ৩৮০ কি.মি.
ঘ) ৩৮৫ কি.মি.
সঠিক উত্তর: (খ)

৪১. মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ রপ্তানি বাণিজ্য হয়?
ক) ১২%
খ) ১৩%
গ) ১৫%
ঘ) ১৭%
সঠিক উত্তর: (খ)

৪২. দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে রেলপথ কম কেন?
ক) বন্ধুর ভূপ্রকৃতি
খ) ভূমির ঢাল
গ) অধিক তাপমাত্রা
ঘ) অধিক বৃষ্টিপাত
সঠিক উত্তর: (ক)

৪৩. বিমান যোগাযোগের জন্য প্রয়োজন –
i. কুয়াশামুক্ত বন্দর
ii. ঝড়, ঝঞ্ছা মুক্ত বন্দর
iii. মেঘমুক্ত বন্দর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৪. মোট রপ্তানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
ক) ৮০%
খ) ৮৫%
গ) ৯০%
ঘ) ৯৫%
সঠিক উত্তর: (ক)

৪৫. বন্দরের জাহাজ মেরামত ও জেটি নির্মাণের জন্য সুবিস্তৃত কি থাকা প্রয়োজন?
ক) মালভূমি
খ) সমভূমি
গ) বন্ধুর ভূমি
ঘ) পর্বত
সঠিক উত্তর: (ক)

৪৬. বাংলাদেশে সমুদ্র বন্দর কতগুলো?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৪৭. প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য কী?
ক) হিমায়িত খাদ্য
খ) কৃষিজাত পণ্য
গ) বস্ত্র
ঘ) সার
সঠিক উত্তর: (ক)

৪৮. কোন ধরনের ভূমিতে সড়কপথ নির্মাণ করা ব্যয়বহুল?
ক) সমতল
খ) মালভূমি
গ) পার্বত্যভূমি
ঘ) বদ্বীপ এলাকা
সঠিক উত্তর: (গ)

৪৯. বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সড়ক পথের ঘনত্ব কম কারণ এই অঞ্চলটি –
i. ঢালযুক্ত স্থান
ii. বন্ধুর ভূমিরূপ
iii. নিম্নভূমি ও নদী অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. যমুনা নদীর পূর্বাংশে কোন ধরনের রেলপথ দেখা যায়?
ক) ব্রডগেজ
খ) ডুয়েলগেজ
গ) মিটারগেজ
ঘ) মাইলগেজ
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 299 KB 

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here