নবম ও দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ অধ্যায় – ১০: বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এর MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

এস.এস.সি ভূগোল ও পরিবেশ এর বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ১০: বাংলাদেশের ভৌগোলিক বিবরণ

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. বাংলাদেশ নদী ভরাটের কারণ-
i. পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ
ii. নদীর তীরে গৃহনির্মাণ
iii. নদীর ধারে পরিকল্পিত বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২. বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে-
i. চলনবিল
ii. মাদারিপুর বিল
iii. সিলেট অঞ্চলের হাওর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩. মায়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশের সমুদ্রসীমা কত নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছিল?
ক) ১২০
খ) ১৩০
গ) ১৪০
ঘ) ১৬০
সঠিক উত্তর: (ক)

৪. কিওক্রাডং পাহাড়ের উচ্চতা কত?
ক) ৬১০ মিটার
খ) ১২৩০ মিটার
গ) ১২৩১ মিটার
ঘ) ১২৫০ মিটার
সঠিক উত্তর: (খ)

৫. মধুপুর অবস্থিত- i. টাঙ্গাইল ii. গাজীপুর iii. ময়মনসিংহ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৬. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক) নিরক্ষরেখা
খ) সমাক্ষরেখা
গ) অক্ষরেখা
ঘ) কর্কটক্রান্তি রেখা
সঠিক উত্তর: (ঘ)

৭. বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল?
ক) ১২
খ) ১৮
গ) ২০০
ঘ) ৩৫০
সঠিক উত্তর: (গ)

৮. বরেন্দ্রভূমির মাটিান বর্ণের?
ক) লাল
খ) বাদামী
গ) ধূসর
ঘ) ধূসর ও লাল
সঠিক উত্তর: (ঘ)

৯. বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

১০. ভারতের বিপক্ষে মামলা করা হয় কোন আদালতে?
ক) আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল
খ) আন্তজার্তিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল
গ) সালিশ ট্রাইবুনাল
ঘ) আন্তজার্তিক দেওয়ানি ট্রাইবুনাল
সঠিক উত্তর: (গ)

১১. বাংলাদেশের কোন অংশ দিয়ে পদ্মা নদী প্রবেশ করেছে?
ক) পূর্ব
খ) পশ্চিম
গ) উত্তর
ঘ) উত্তর-পূর্ব
সঠিক উত্তর: (খ)

১২. এই রায়ের মাধ্যমে বাংলাদেশ অধিকার পেয়েছে-
i. উক্ত জলরাশি
ii. তার তলদেশ
iii. তার বাইরে মহীসোপান এলাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. সমুদ্র সমতল থেকে যশোরের উচ্চতা কত মিটার?
ক) ৮
খ) ১৮
গ) ২০
ঘ) ৩৭.৫০
সঠিক উত্তর: (গ)

১৪. সাম্প্রতিকালের প্লাবন সমভূমি কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ঘ)

১৫. মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূ-প্রকৃতির অঞ্চলের অন্তর্ভুক্ত?
ক) টারশিয়ারী
খ) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
গ) প্লাইস্টোসিন
ঘ) প্লাবন সমভূমি
সঠিক উত্তর: (গ)

১৬. এই রায়ে কোন দ্বীপকে উপকূলীয় বেজলাইন ধরা হয়?
ক) সেন্টমার্টিন দ্বীপ
খ) ছেড়া দ্বীপ
গ) সন্ধীপ
ঘ) হাতিয়া দ্বীপ
সঠিক উত্তর: (ক)

১৭. সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল কোথায় অবস্থিত?
ক) জার্মানির হামর্বুগে
খ) নেদারল্যান্ডের হেগে
গ) সুইজারল্যান্ডের জেনেভা
ঘ) সুইজারল্যান্ডের বার্ণ
সঠিক উত্তর: (ক)

১৮. বাংলাদেশের দক্ষিণে কোনটি রয়েছে?
ক) আসাম
খ) মায়ানমার
গ) বঙ্গোপসাগর
ঘ) ত্রিপুরা
সঠিক উত্তর: (গ)

১৯. বাংলাদেশের পাহাড়সমূহ কোন যুগে সৃষ্টি হয়েছে?
ক) টারশিয়ারী
খ) প্লাইস্টোসিন
গ) সাম্প্রতিককালে
ঘ) মধ্যযুগে
সঠিক উত্তর: (ক)

২০. এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?
ক) ১.৭২২২
খ) ১.৮৫০
গ) ১.৮৫২
ঘ) ১.৮৫৪
সঠিক উত্তর: (গ)

২১. উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো অবস্থিত-
i. ময়মনসিংহ
ii. নেত্রকোণা
iii. সিলেট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. ভাওয়ালের গড় অবস্থিত- i. টাঙ্গাইল ii. ময়মনসিংহ iii. গাজীপুর নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. পাদদেশীয় সমভূমির অন্তগর্ত কোনটি?
ক) রংপুর, দিনাজপুর
খ) কুমিল্লা, নোয়াখালী, সিলেট
গ) কুষ্টিয়া, যশোর, খুলনা
ঘ) খুলনা, পটুয়াখালী, বরগুনা
সঠিক উত্তর: (ক)

২৪. সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা কত মিটার?
ক) ৮
খ) ১৮
গ) ২০
ঘ) ৩৭.৫০
সঠিক উত্তর: (গ)

২৫. কোন সময় নদী ও জলাশয়গুলো নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করা হয়?
ক) গ্রীষ্ম ও শীতকালে
খ) শরৎ ও হেমন্তকালে
গ) বর্ষা ও শুষ্ক মৌসুমে
ঘ) বর্ষা ও বসন্তকালে
সঠিক উত্তর: (গ)

২৬. উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত?
ক) ৬১০ মিটার
খ) ১,২৩০ মিটার
গ) ১,২৩১ মিটার
ঘ) ১,২৫০ মিটার
সঠিক উত্তর: (গ)

২৭. বঙ্গোপসাগরের তট রেখার দৈর্ঘ্য কত কি. মি.?
ক) ২৮০
খ) ৭১৬
গ) ৩,১০৫
ঘ) ৩৭১৫.১৮
সঠিক উত্তর: (খ)

২৮. ১৯৯৬-৯৭ সালে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত ছিল?
ক) ৭,৪০৫ বর্গ কি. মি.
খ) ৯,৪০৫ বর্গ কি. মি.
গ) ৮,৪০৫ বর্গ কি. মি.
ঘ) ১০,৪০৫ বর্গ কি. মি.
সঠিক উত্তর: (খ)

২৯. বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা সংক্রান্ত মামলায় বাংলাদেশ কত কিলোমিটার জলসীমা বেশি পেয়েছে?
ক) পঞ্চাশ হাজারেরও বেশি
খ) এক লক্ষেরও বেশি
গ) দুই লক্ষেরও বেশি
ঘ) তিন লক্ষেরও বেশি
সঠিক উত্তর: (খ)

৩০. মধুপর ও ভাওয়ালের গড়ের মাটির বর্ণ কিরূপ?
ক) লালচে ও বাদামী
খ) লালচে ও ধূসর
গ) ধূসর ও লাল
ঘ) বাদামী ও লাল
সঠিক উত্তর: (খ)

৩১. সমভূমি থেকে লালমাই পাহাড়ের উচ্চতা কত?
ক) ৬-১২ মিটার
খ) ১৮ মিটার
গ) ২১ মিটার
ঘ) ৩০ মিটার
সঠিক উত্তর: (গ)

৩২. বাংলাদেশ মায়ানমার মামলায় আন্তজার্তিক আদালত কবে রায় ঘোষণা করে?
ক) ১৪ ডিসেম্বর ২০০৯
খ) ১৪ মার্চ ২০০৯
গ) ১৪ ডিসেম্বর ২০১২
ঘ) ১৪ মার্চ ২০১২
সঠিক উত্তর: (ঘ)

৩৩. অবস্থান অনুসারে বাংলাদেশের পাহাড়সমূহ কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

৩৪. ব-দ্বীপ সমভূমি কোনটি?
ক) রংপুর, দিনাজপুর
খ) কুমিল্লা, নোয়াখালী, সিলেট
গ) কুষ্টিয়া, যশোর, খুলনা
ঘ) খুলনা, পটুয়াখালী, বরগুনা
সঠিক উত্তর: (গ)

৩৫. লালমাই পাহাড়ের আয়তন কত?
ক) ৩৪ বর্গ কি. মি.
খ) ৪১০ বর্গ কি. মি.
গ) ৭,৮৩২ বর্গ কি. মি.
ঘ) ৯,৩২০ বর্গ কি. মি.
সঠিক উত্তর: (ক)

৩৬. বাংলাদেশের কোন অংশ উপকূলের দিকে ক্রমনিম্ব?
ক) উত্তর
খ) দক্ষিণ
গ) পূর্ব
ঘ) পশ্চিম
সঠিক উত্তর: (ক)

৩৭. উত্তরের ঢিলাসমূহের উচ্চতা কত?
ক) ৩০ মিটার
খ) ৬০ মিটার
গ) ৯০ মিটার
ঘ) ৩০ থেকে ৯০ মিটার
সঠিক উত্তর: (ঘ)

৩৮. লালমাই পাহাড়টি বিস্তৃতি লাভ করেছে?
i. লালমাই থেকে বুড়িচং
ii. লালমাই থেকে পাহাড়পুর
iii. লালমাই থেকে ময়নামতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. বাংলাদেশের পাহাড় সমূহের গঠন উপাদান-
i. বেলেপাথর
ii. শেল
iii. কর্দম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. সালিশ ট্রাইবুনাল কোথায় অবস্থিত?
ক) নেদারল্যান্ডের হেগে
খ) জার্মানির হার্মবুগ
গ) জার্মানির বার্লিন
ঘ) সুইজ্যারল্যান্ডের জেনেভা
সঠিক উত্তর: (ক)

৪১. মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন কত?
ক) ৩৪ বর্গ কি. মি.
খ) ৪,১০৩ বর্গ কি. মি.
গ) ৭,৮৩২ বর্গ কি. মি.
ঘ) ৯,৩২০ বর্গ কি. মি.
সঠিক উত্তর: (খ)

৪২. বরেন্দ্র ভূমির আয়তন কত?
ক) ৩৪ বর্গ কি. মি.
খ) ৪,১০৩ বর্গ কি. মি.
গ) ৭,৮৩২ বর্গ কি. মি.
ঘ) ৯,৩২০ বর্গ কি. মি.
সঠিক উত্তর: (ঘ)

৪৩. লালমাই পাহাড় কোনর জেলায় অবস্থিত?
ক) গাজীপুর
খ) টাঙ্গাইল
গ) ময়মনসিংহ
ঘ) কুমিল্লা
সঠিক উত্তর: (ক)

৪৪. বাংলাদেশের কোন অংশের উপকূল এলাকার বিশাল এলাকা জেগে উঠেছে?
ক) পূর্বাংশে
খ) পশ্চিমাংশে
গ) উত্তরাংশে
ঘ) দক্ষিণাংশে
সঠিক উত্তর: (ঘ)

৪৫. পলিমাটির বৈশিষ্ট্য কীরূপ-
ক) বালি মিশ্রিত
খ) কর্তমাক্ত
গ) নরম বালি এ কাদা মিশ্রিত
ঘ) পানির সংস্পর্শে দ্রবণে পরিণহত হয়
সঠিক উত্তর: (ঘ)

৪৬. বাংলাদেশের উত্তরে ভারতেরর-
i. পশ্চিমবঙ্গ
ii. আসাম
iii. মেঘালয় রাজ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. বাংলাদেশের কোন অঞ্চলের মাটি খুব উর্বর?
ক) টারশিয়ারী যুগের পাহাড়সমূহ
খ) বরেন্দ্রভূমি
গ) ভাওয়ালের গড়
ঘ) প্লাবন সমভূমি
সঠিক উত্তর: (ঘ)

৪৮. বাংলাদেশের সমগ্র ভুপৃষ্ট কী দ্বারা গঠিত?
ক) পলিমাটি
খ) দো আঁশ মাটি
গ) এটেলমাটি
ঘ) বেলেমাটি
সঠিক উত্তর: (ক)

৪৯. মায়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশে কত বর্গ কি.মি. জলসীমা কত পেত?
ক) ৩০,০০০
খ) ৪০,০০০
গ) ৫০,০০০
ঘ) ৬০,০০০
সঠিক উত্তর: (গ)

৫০. ভূপৃকতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 274 KB 

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here