রাশিয়া ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ সম্পর্কিত সকল তথ্য ও খেলার সময়সূচি জেনে নিন | FIFA World Cup 2018

 

২০১৮ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপের ২১তম আসর হবে। এটি হলো একটি চতুর্বাষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফার অন্তর্ভুক্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে। ২ ডিসেম্বর ২০১০ সালে অনুষ্ঠিত নিলামের পর, রাশিয়ায় ১৪ জুন হতে ১৫ জুলাই ২০১৮ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত করা হয়েছে। এই বারই প্রথম যখন বিশ্বকাপ পূর্ব ইউরোপে এবং ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপে অনুষ্ঠিত হবে: খেলোয়াড়দের সময় বাঁচানোর জন্য, পূর্ব ইউরোপের বাহিরে ইউরোপীয় রাশিয়ার উরাল পর্বতমালায় একটি স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩২টি দল খেলবে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলবে। ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলার সম্পন্ন হবে। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই আসরের বিজয়ী দল ২০২১ ফিফা কনফেডারেশন্স কাপের জন্য উত্তীর্ণ হবে।

আপনি লেখা পড়তে না চাইলে  ভিডিওটি দেখেও  বিস্তারিত জেনে নিতে পারেন।

⚽ এবারের ফুটবল বিশ্বকাপ-২১তম
⚽ এই প্রথম রাশিয়া বিশ্বকাপ আয়োজন করছে।
⚽ এবার ১২টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা।
⚽ খেলা শুরু : ১৪-০৬-১৮
⚽ স্বাগতিক দেশ: রাশিয়া।
⚽ অংশগ্রহণকারী মোট দেশ: ৩২
⚽ ১৪জুন থেকে ১৫জুলাই পর্যন্ত ৩২দিনে ৩২দল ১১টি শহরের ১২টি ভেন্যুতে মোট ৬৪টি খেলা খেলা হবে।

মাসকট: ‘জাবিভাকা ‘। এটি একটি নেকড়ের নাম ;রুশ ভাষায় এর অর্থ ‘যে গোল করে’।

FIFA World Cup 2018
Source: fifa.com

⚽ বলের নাম: ‘টেলস্টার’ -18

FIFA world Cup 2018
Source:https://en.wikipedia.org/wiki/Adidas_Telstar_18

⚽ ১ম বারের মত ফিফা বিশ্বকাপে খেলছে—পানামা এবং আইসল্যান্ড
⚽ প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে একসঙ্গে যে ৪টি আরব দেশ খেলছে : মরক্কো, সৌদি আরব, তিউনেশিয়া এবং মিশর।
⚽ প্রথমবারের মত একসঙ্গে যে ৩টি নর্ডিক দেশ খেলছে :ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন।
⚽ ২০২২ সালে ২২ তম ফিফা বিশ্বকাপ হবে কাতারে।
⚽ প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 1930 সালে! (মোট ১৩টি দেশ এতে অংশ নেয়।)
⚽ প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় – উরুগুয়ে
⚽ এ পর্যন্ত অনুষ্ঠিত ২০টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে।
⚽ সর্বাধিকবার বিশ্বকাপ জিতে – ব্রাজিল ( 5 বার) , জার্মান ও ইতালি 4 বার করে বিশ্বকাপ জিতে!
⚽ সর্বশেষ বিশ্বকাপ (20 তম) অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে , ২০১৪ সালের ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। এই বিশ্বকাপে জার্মানি আর্জেন্টিনাকে ফাইনালে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে!

বিগত সকল বিশ্বকাপ ফুটবলের জানা অজানা তথ্যগুলো জেনে নিন

দেখে নিন বিশ্বকাপের গ্রুপগুলি:

গ্রুপ A- রাশিয়া, সৌদি আরব, ইজিপ্ট, উরুগুয়ে

গ্রুপ B- পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান

গ্রুপ C -ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক

গ্রুপ D-আর্জেটিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া

গ্রুপ E- ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্ভিয়া

গ্রুপ F- জার্মানি, মেক্সিকো, সুইডেন, কোরিয়া রিপাবলিক

গ্রুপ G- বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড

গ্রুপ H- পোল্যান্ড, সেনেগাল কলম্বিয়া, জাপান

এবার এক নজরে দেখে নিন বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলোর সময়-সূচিঃ

বিশ্বকাপের চূড়ান্ত সূচি

১৪ জুন: রাশিয়া-সৌদি আরব (রাত ৯টা)
১৫ জুন: মিশর-উরুগুয়ে (সন্ধ্যা ৬টা)
১৫ জুন: মরক্কো-ইরান (রাত ৯টা)
১৫ জুন: পর্তুগাল-স্পেন (রাত ১২টা)
১৬ জুন: ফ্রান্স-অস্ট্রেলিয়া (বিকেল ৪টা)
১৬ জুন: আর্জেন্টিনা-আইসল্যান্ড (সন্ধ্যা ৭টা)
১৬ জুন: পেরু-ডেনমার্ক (রাত ১০টা)
১৬ জুন: ক্রোয়েশিয়া-নাইজেরিয়া (রাত ১টা)
১৭ জুন: কোস্টারিকা-সার্বিয়া (সন্ধ্যা ৬টা)
১৭ জুন: জার্মানি-মেক্সিকো (রাত ৯টা)
১৭ জুন: ব্রাজিল-সুইজারল্যান্ড (রাত ১২টা)
১৮ জুন: সুইডেন-দক্ষিণ কোরিয়া (সন্ধ্যা ৬টা)
১৮ জুন: বেলজিয়াম-পানামা (রাত ৯টা)
১৮ জুন: তিউনিসিয়া-ইংল্যান্ড (রাত ১২টা)
১৯ জুন: পোল্যান্ড-সেনেগাল (সন্ধ্যা ৬টা)
১৯ জুন: কলম্বিয়া-জাপান (রাত ৯টা)
১৯ জুন: রাশিয়া-মিশর (রাত ১২টা)
২০ জুন: পর্তুগাল-মরক্কো (সন্ধ্যা ৬টা)
২০ জুন: উরুগুয়ে-সৌদি আরব (রাত ৯টা)
২০ জুন: ইরান-স্পেন (রাত ১২টা)
২১ জুন: ফ্রান্স-পেরু (সন্ধ্যা ৬টা)
২১ জুন: ডেনমার্ক-অস্ট্রেলিয়া (রাত ৯টা)
২১ জুন: আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া (রাত ১২টা)
২২ জুন: ব্রাজিল-কোস্টারিকা (সন্ধ্যা ৬টা)
২২ জুন: নাইজেরিয়া-আইসল্যান্ড (রাত ৯টা)
২২ জুন: সার্বিয়া-সুইজারল্যান্ড (রাত ১২টা)
২৩ জুন: বেলজিয়াম-তিউনিসিয়া (সন্ধ্যা ৬টা)
২৩ জুন: জার্মানি-সুইডেন (রাত ৯টা)
২৩ জুন: দক্ষিণ কোরিয়া-মেক্সিকো (রাত ১২টা)
২৪ জুন: ইংল্যান্ড-পানামা (সন্ধ্যা ৬টা)
২৪ জুন: জাপান-সেনেগাল (রাত ৯টা)
২৪ জুন: পোল্যান্ড-কলম্বিয়া (রাত ১২টা)
২৫ জুন: উরুগুয়ে-রাশিয়া (রাত ৮টা)
২৫ জুন: সৌদি আরব- মিশর (রাত ৮টা)
২৫ জুন: স্পেন-মরক্কো (রাত ১২টা)
২৫ জুন: ইরান-পর্তুগাল (রাত ১২টা)
২৬ জুন: ডেনমার্ক-ফ্রান্স (রাত ৮টা)
২৬ জুন: অস্ট্রেলিয়া-পেরু (রাত ৮টা)
২৬ জুন: নাইজেরিয়া-আর্জেন্টিনা (রাত ১২টা)
২৬ জুন: আইসল্যান্ড-ক্রোয়েশিয়া (রাত ১২টা)
২৭ জুন: দক্ষিণ কোরিয়া-জার্মানি (রাত ৮টা)
২৭ জুন: মেক্সিকো-সুইডেন (রাত ৮টা)
২৭ জুন: সার্বিয়া-ব্রাজিল (রাত ১২টা)
২৭ জুন: সুইজারল্যান্ড-কোস্টারিকা (রাত ১২টা)
২৮ জুন: জাপান-পোল্যান্ড (রাত ৮টা)
২৮ জুন: সেনেগাল-কলম্বিয়া (রাত ৮টা)
২৮ জুন: ইংল্যান্ড-বেলজিয়াম (রাত ১২টা)
২৮ জুন: পানামা-তিউনিসিয়া (রাত ১২টা)

শেষ ১৬
৩০ জুন: সি ১ – ডি ২ (ম্যাচ ৫০) (রাত ৮টা)
৩০ জুন: এ ১ – বি ২ (ম্যাচ ৪৯) (রাত ১২টা)
১ জুলাই: বি ১ – এ ২ (ম্যাচ ৫১) (রাত ৮টা)
১ জুলাই: ডি ১ – সি ২ (ম্যাচ ৫২) (রাত ১২টা)
২ জুলাই: ই ১ – এফ ২ (ম্যাচ ৫৩) (রাত ৮টা)
২ জুলাই: জি ১ – এইচ ২ (ম্যাচ ৫৪) (রাত ১২টা)
৩ জুলাই: এফ ১ – ই ২ (ম্যাচ ৫৫) (রাত ৮টা)
৩ জুলাই: এইচ ১ – জি ২ (ম্যাচ ৫৬) (রাত ১২টা)

কোয়ার্টার ফাইনাল
৬ জুলাই: ম্যাচ ৪৯ এর জয়ী – ম্যাচ ৫০ এর জয়ী (ম্যাচ ৫৭) (রাত ৮টা)
৬ জুলাই: ম্যাচ ৫৩ এর জয়ী – ম্যাচ ৫৪ এর জয়ী (ম্যাচ ৫৮) (রাত ১২টা)
৭ জুলাই: ম্যাচ ৫৫ এর জয়ী – ম্যাচ ৫৬ এর জয়ী (ম্যাচ ৬০) (রাত ৮টা)
৭ জুলাই: ম্যাচ ৫১ এর জয়ী – ম্যাচ ৫২ এর জয়ী (ম্যাচ ৫৯) (রাত ১২টা)

সেমি ফাইনাল
১০ জুলাই: ম্যাচ ৫৭ এর জয়ী – ম্যাচ ৫৮ এর জয়ী (ম্যাচ ৬১) (রাত ১২টা)
১১ জুলাই: ম্যাচ ৫৯ এর জয়ী – ম্যাচ ৬০ এর জয়ী (ম্যাচ ৬২) (রাত ১২টা)

তৃতীয় স্থান নির্ধারণী
১৪ জুলাই: ম্যাচ ৬১ এর পরাজিত – ম্যাচ ৬২ এর পরাজিত (রাত ৮টা)

ফাইনাল: ১৫ জুলাই (রাত ৯টা)

রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ:

গ্রুপ ‘এ’: রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে
গ্রুপ ‘বি’: পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান
গ্রুপ ‘সি’: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক
গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
গ্রুপ ‘ই’: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া
গ্রুপ ‘এফ’: জার্মানি, মেক্সিকো, সুইডেন, কোরিয়া রিপাবলিক (দক্ষিণ কোরিয়া)
গ্রুপ ‘জি’: বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড
গ্রুপ ‘এইচ’: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here